Google Play Store Apps: ৬ কোটিরও বেশি ডাউনলোড, তথ্য চুরির অভিযোগে প্লে-স্টোর থেকে সরানো হল ৩০০ অ্যাপ
Google Play Store: আইএএস ল্যাব জানিয়েছে যে ১৮০টি অ্যাপ উপলব্ধ, যেগুলি ২০ কোটি জাল বিজ্ঞাপনের অনুরোধ পাঠিয়েছে ব্যবহারকারীদের। পরে অনুসন্ধানে দেখা গিয়েছে এই অ্যাপের সংখ্যা রয়েছে ৩৩১টি।

Apps Removed: গুগল প্লে স্টোর অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সবথেকে বেশি ভরসাযোগ্য। এই স্টোর থেকেই প্রচুর সংখ্যক অ্যাপ পাওয়া যায় যা ব্যবহারকারীদের (Google Play Store) কাজকে অনেক বেশি সহজ করে তোলে। তবে এমন কিছু কিছু অ্যাপ প্রকাশ্যে এসেছে যেগুলিকে নিয়ে তথ্য চুরি অভিযোগ উঠেছে সম্প্রতি। ব্যবহারকারীদের থেকে তথ্য চুরি করছিল এই অ্যাপগুলি। আর এই কারণে গুগল প্লে স্টোর থেকে ৩০০টিরও বেশি অ্যাপ সরানো (Apps Removed) হয়েছে যেগুলি অ্যান্ড্রয়েড ১৩-র নিরাপত্তা বৈশিষ্ট্যগুলিকে বাইপাস করে ব্যবহারকারীর তথ্য চুরি করে চলছিল। এই অ্যাপগুলি মোট ৬ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।
গত বছর প্রকাশ পেয়েছে তথ্য
রিপোর্ট বলছে, আইএএস ল্যাব জানিয়েছে যে ১৮০টি অ্যাপ উপলব্ধ, যেগুলি ২০ কোটি জাল বিজ্ঞাপনের অনুরোধ পাঠিয়েছে ব্যবহারকারীদের। পরে অনুসন্ধানে দেখা গিয়েছে এই অ্যাপের সংখ্যা রয়েছে ৩৩১টি। এই অ্যাপগুলি বিজ্ঞাপন দেখিয়ে লোকদের থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে নিত। ফিশিং হানার মাধ্যমে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করার চেষ্টা করেছিল এই অ্যাপগুলি।
আসল অ্যাপের নাম ব্যবহার করা হত
এই অ্যাপগুলি ফোনে নিজেদের তথ্য লুকিয়ে রাখতে পারে, এমনকী এই অ্যাপগুলি নিজেদের নাম পালটে নিয়েছিল। ব্যবহারকারীর ইন্টার্যাকশন ছাড়াই চালু হয়েছিল এই অ্যাপগুলি। আর ব্যাকগ্রাউন্ডে চালু থাকত সবসময় এই ধরনের অ্যাপগুলি।
এর মধ্যে কিছু ফুলস্ক্রিন বিজ্ঞাপন দেখায়, অ্যান্ড্রয়েড ব্যাক বাটন বা জেসচার নিষ্ক্রিয় করতে পারে। ট্র্যাকিং অ্যাপ, হেলথ অ্যাপ, ওয়ালপেপার, কিউআর কোড স্ক্যানারের মত ইউটিলিটি অ্যাপের সঙ্গে এগুলি জুড়ে থাকে। এগুলি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এই অ্যাপের ডেভেলপারসরা অ্যাপে জুড়ে দিতেন অতিরিক্ত ফাংশনালিটি, রিপোর্ট পাওয়ার পরে পরেই এই সব অ্যাপগুলি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
কয়েকদিন আগেই ম্যাকাফি মোবাইল রিসার্চ এই ১৫টি ভুয়ো অ্যাপ চিহ্নিত করেছে। এর মাধ্যমে অনেক কম সুদের হারে বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার লোভ দেখানো হত মানুষকে। প্রথম দেখায়, এই সমস্ত অ্যাপগুলিকে বৈধ বা বিশ্বাসযোগ্য বলেই মনে হবে, কিন্তু এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করলেই আপনার গোপনীয় তথ্য সংগ্রহ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করে নিতে পারে। মানুষ যদি একবার ডাউনলোড করে এই অ্যাপ তাহলে তাঁর ফোন থেকে এসএমএস, কল লগ, কন্ট্যাক্ট লিস্ট নিয়ে নেয় প্রতারকরা। কল রেকর্ডিং, ক্যামেরা, মাইক্রোফোনের পারমিশনও নিয়ে নেয় এই অ্যাপগুলি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
