Infinix Smartphones: মাসের শেষে নতুন ফোন আসছে দেশে, কোন মডেল লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে
Infinix Smart 9 HD: এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে চৌকো আকৃতিক রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে দুটো ক্যামেরা সেনসর থাকবে। অর্থাৎ এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে।

Infinix Smartphones: ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন (Infinix Smart 9 HD) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ফোন ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোনের (Infinix Smart 8 HD) সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হবে দেশে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। তার এক বছরেরও বেশি সময় পরে আসছে সাকসেসর মডেল। আগে শোনা গিয়েছিল, ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন ভারতে লঞ্চ হতে পারে ১৭ জানুয়ারি। তবে সম্প্রতি আবার শোনা গিয়েছে, এই ফোন হয়তো দেশে লঞ্চ হবে জানুয়ারি মাসের শেষে দিকে। এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, হয়তো ২৮ জানুয়ারি ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 91Mobiles- এর রিপোর্ট অনুসারে টিপস্টার সুধাংশু আম্ভোরে এই তথ্য প্রকাশ্যে এনেছে।
কেমন হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনের ডিজাইন, কী কী ফিচারই বা থাকতে পারে
যে ছবি ফাঁস হয়েছে সেখানে দেখা গিয়েছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনে একটি চকচকে ফিনিশ থাকতে চলেছে। কোরাল গোল্ড এবং মিন্ট গ্রিন- এই দুই শেডের উপর ফোনের ব্যাক প্যানেলে থাকবে গ্লসি ফিনিশ। এছাড়াও ইনফিনিক্সের নতুন ফোন মেটালিক ব্ল্যাক এবং নিও টাইটেনিয়াম রঙেও লঞ্চ হতে পারে ভারতে।
ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে চৌকো আকৃতিক রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে দুটো ক্যামেরা সেনসর থাকবে। অর্থাৎ এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এছাড়াও ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে একটি ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে বলেও দেখা গিয়েছে প্রকাশ্যে আসা ছবিতে।
বলা হচ্ছে, ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনে একটি মাল্টি লেয়ার গ্লাস ব্যাক ডিজাইন থাকবে। তার সঙ্গে মানানসই রঙের ফ্রেমও থাকবে। ভারতে ইনফিনিক্সের নতুন ফোনের দাম কত হতে চলেছে সেই প্রসঙ্গে অবশ্য এখনও কিছু জানা যায়নি। এই ফোনে DTS Audio সাপোর্ট যুক্ত দুটো স্পিকার থাকতে চলেছে বলে শোনা যাচ্ছে।
ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি
এই ফোন লঞ্চ হয়েছিল মাত্র ৭৯৯৯ টাকায়। সেই মডেলে ছিল ৩ জিবি র্যাম এবং ৬৪ জিনবি স্টোরেজ। ক্রিস্টাল গ্রিন, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোন। এখানে রয়েছে Unisoc T606 প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। ১৩ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোনে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
