Meta Threads Launch: ট্যুইটারের বিকল্প আনছে মেটা, ৬ জুলাই আসছে 'থ্রেডস'
Twitter In Trouble: চিন্তা বাড়তে চলেছে এলন মাস্কের ! এবার ট্যুইটারের বিকল্প 'থ্রেডস' আনছে মেটা।
Twitter In Trouble: চিন্তা বাড়তে চলেছে এলন মাস্কের ! এবার ট্যুইটারের বিকল্প 'থ্রেডস' আনছে মেটা। কোম্পানি জানিয়েছে,আগামী ৬ জুলাই এই মাইক্রোব্লগিং অ্যাপ চালু করার পরিকল্পনা করছে তারা।
Tech News: মাস্কের নতুন ঘোষণার পরই উদ্যোগ মেটার
সম্প্রতি ট্যুইটারের নতুন বৈশিষ্ট্য নিয়ে বার্তা দিয়েছিলেন কোম্পানির প্রাক্তন সিইও এলন মাস্ক। যেখানে মাস্ক জানান, এবার থেকে নির্দিষ্ট সংখ্যার ট্যুইটার পোস্ট দেখতে পাবেন ইউজাররা। অন্যথায় কেবল টাকা দিয়েই দেখতে হবে বেশি পোস্ট। সেই ক্ষেত্রে নন-ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে ১০০০ টির বেশি ট্যুইট দেখতে পারবেন না। যদিও ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে ১০ হাজার ট্যুইট দেখতে পাবেন।
Meta Threads Launch: মেটা দেবে এই পরিষেবা
কোম্পানির এই মাইক্রো ব্লগিং অ্যাপ সম্ভবত ৬ জুলাই আসতে চলেছে। থ্রেডস আসলে ইনস্টাগ্রামের 'টেক্সট বেসড কনভারসেশন অ্যাপ'। একই 'ইউজার নেম' দিয়ে এই ফটো শেয়ারিং প্লাটফর্ম থেকেই থ্রেডের পোস্ট দেখা যাবে। অ্যাপল স্টোরে আসার আগে অন্তত সেই তথ্য় দেখাচ্ছে।
ইতিমধ্যেই ডেটা স্ক্র্যাপিং রুখতে মাস্কের সাম্প্রতিক ঘোষণা ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। বিজ্ঞাপন বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি নতুন সিইও লিন্ডা ইয়াক্কারিনোকেও বিপদে ফেলবে। যিনি গত ২ মাস আগে সিইও-র দায়িত্ব নিয়েছেন।।
Elon Musk Reaction : মেটার উদ্যোগ নিয়ে কী বললেন মাস্ক ?
মেটার নতুন উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন ট্যুইটারের বস। মেটার নতুন প্ল্যাটফর্ম নিয়ে তিনি বলেন, ' ঈশ্বরকে ধন্যবাদ, ওরা খুবই বুদ্ধিমানভাবে চালাচ্ছে।' আসলে মেটার এই মাইক্রো ব্লগিং প্লাটফর্ম নিয়ে সম্প্রতি কোম্পানির মধ্য়ে একটি বৈঠক করেন চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স। যেখানে থ্রেডসকে ট্যুইটারের পাল্টা প্লাটফর্ম বলে মন্তব্য করেন তিনি। যা শুনে এই খোঁচা দিয়েছেন মাস্ক।
Facebook and Instagram: সম্প্রতি মেটা (Meta) অধিকৃত ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রাম (Instagram) ইউজারদের অভিযোগের নিরিখে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে । জানা গিয়েছে ফেসবুকে যত অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে ৪১ শতাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ইনস্টাগ্রামে যত অভিযোগ জমা পড়েছিল সেখানে ৫৪ শতাংশের বেশি ইউজারদের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মেটা'র ইন্ডিয়া মান্থলি রিপোর্ট থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে।
মেটা'র মাধ্যমে জানা গিয়েছে, ফেসবুক ইউজারদের অভিযোগের এক চতুর্থাংশের থেকে কিছুটা কমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এইসব কনটেন্টের ক্ষেত্রে ইউজাররা অভিযোগ জানিয়েছেন সেখানে নগ্নতা বা যৌনতা ভিত্তিক বিষয় দেখানো হয়েছে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওই মাধ্যমে ইউজারদের অভিযোগের এক তৃতীয়াংশের থেকে একটু কমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রেও বলা হয়েছে মূলত নগ্নতা এবং যৌনতা ভিত্তিক কনটেন্ট দেখানো হয়েছে।