Microsoft Windows 8.1: উইন্ডোজ ৮.১ বন্ধ করতে চলেছে মাইক্রোসফট, জানুন বিস্তারিত
Windows 8.1: আগামী বছর উইন্ডোজ ৮.১ এর সাপোর্ট বন্ধ করতে চলেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ২০২৩ সালের ১০ জানুয়ারি উইন্ডোজ ৮.১ বন্ধ হবে।
কলকাতা: উইন্ডোজ ১১ (Windows 11) ইতিমধ্যেই লঞ্চ করেছে মাইক্রোসফট (Microsoft)। এর পাশাপাশি রমরমিয়ে চলছে উইন্ডোজ ১০ (Windows 10)। আর এর মাধ্যমেই মাইক্রোসফট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে তারা তাদের পুরনো কোনও ভার্সান এবার বন্ধ করবে। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। এবার উইন্ডোজ ৮.১ (Windows 8.1) বন্ধ করতে চলেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। তবে এখনই নয়। শোনা যাচ্ছে, ২০২৩ সালের জানুয়ারি মাসে উইন্ডোজ ৮.১ বন্ধ করতে চলেছে মাইক্রোসফট। অর্থাৎ আগামী বছর জানুয়ারি মাস থেকে আর উইন্ডোজ ৮.১- এর সাপোর্ট এবং আপডেট পাবেন না ব্যবহারকারীরা। যাঁরা এখনও উইন্ডোজ ৮.১ ভার্সান ব্যবহার করেন আগামী মাস থেকে তাঁদের কাছে নোটিফিকেশন পাঠাবে মাইক্রোসফট কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, উইন্ডোজ ৮- এর সাপোর্ট বন্ধ হয়েছে ২০১৬ সালের ১২ জানুয়ারি। আর উইন্ডোজ ৮.১ – এর আপডেট বন্ধ হবে ২০২৩ সালের ১০ জানুয়ারি।
মাইক্রোসফট সংস্থা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে তাদের Microsoft 365 App ওই নির্দিষ্ট তারিখের (১০ জানুয়ারি,২০২৩) পর আর উইন্ডোজ ৮.১ – এর কোনও আপডেট সাপোর্ট দেবে না। শেষ মুহূর্তে যাতে ব্যবহারকারীদের কোনও অসুবিধা না হয় সেইজন্য সময় থাকতে থাকতেই নতুন ভার্সানের উইন্ডোজ ইনস্টল করার পরামর্শও দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই মাইক্রোসফট সংস্থা তাদের ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার চিরকালের জন্য বন্ধ করেছে। তার বদলে এসেছে মাইক্রোসফট এজ ব্রাউজার।
আপাতত মাইক্রোসফটের তরফে ইউজারদের জানানো হয়েছে যে যাঁরা উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহার করেন, তাঁরা যেন সিস্টেম উইন্ডোজ ১১ আউট অফ দ্য বক্স ভার্সানে আপডেট করে নেন। এর পাশাপাশি মাইক্রোসফট সংস্থা এও জানিয়েছে যে ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০- এর মেয়াদ রয়েছে। অর্থাৎ আপনি যদি বর্তমানে নতুন করে ডেস্কটপ কেনার কথা ভাবেন তাহলে সেখানে উইন্ডোজ ১১ আউট অফ দ্য বক্স ভার্সান থাকাই বাঞ্ছনীয়। নাহলে আগামী তিন বছরের মধ্যে ফের আপনাকে উইন্ডোজ ভার্সান আপডেট করতে হবে।
আরও পড়ুন- সাবধান! আপনার ব্যক্তিগত তথ্যে উঁকি দিচ্ছে 'Slice Payment App', সতর্কবার্তা গুগলের