Xiaomi 14 Series: চিনের পর ভারতে আসছে শাওমি ১৪ সিরিজ, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? কেমন হবে ক্যামেরা ফিচার?
Xiaomi Smartphones: শাওমি ইন্ডিয়া তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে আভাস দিয়েছে যে শাওমি ১৪ সিরিজের ফোনে Leica ব্র্যান্ডের ক্যামেরা থাকতে চলেছে।
Xiaomi 14 Series: শাওমি ১৪ সিরিজ (Xiaomi 14 Series) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। গত বছর অক্টোবর মাসে এই স্মার্টফোন সিরিজ চিনে লঞ্চ হয়েছিল। শাওমি ১৪ (Xiaomi 14) এবং শাওমি ১৪ প্রো (Xiaomi 14 Pro)- এই দুই ফোন চিনে লঞ্চ হয়েছিল। এবার এই দুই ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে। চিনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং HyperOS অপারেটিং সিস্টেম নিয়ে চিনে লঞ্চ হয়েছিল শাওমি ১৪ সিরিজ। ভারতেও শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো ফোনে এই একই প্রসেসর এবং অপারেটিং সিস্টেম থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে শাওমি ১৪ আলট্রা ফোন লঞ্চ হবে না। অন্যদিকে জানা গিয়েছে, শাওমি ১৪ সিরিজের ফোনে (ভারতে লঞ্চ হতে চলা) Leica ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে।
শাওমি ইন্ডিয়া তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে Leica ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের আভাস দিয়েছে। পরোক্ষে এটাই বোঝানো হয়েছে যে শাওমি ১৪ সিরিজের ফোনে Leica ব্র্যান্ডের ক্যামেরা থাকতে চলেছে যা খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। তবে শাওমি ১৪ সিরিজের ফোনগুলি ভারতে কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, শাওমির আলট্রা প্রিমিয়াম স্মার্টফোন যেমন শাওমি ১৩ প্রো এবং শাওমি ১৩টি মডেলে রয়েছে Leica ব্র্যান্ডের ক্যামেরা সেটআপ। ২০২২ সালে জার্মান ক্যামেরা নির্মাণকারী সংস্থা Leica- র সঙ্গে অংশীদারিত্ব শুরু করেছিল। শোনা যাচ্ছে, শাওমি ১৪ আলট্রা ফোনেও Leica Summilux ক্যামেরা থাকবে।
চিনে লঞ্চ হওয়া শাওমি ১৪ সিরিজের ফোন
গতবছর অক্টোবর মাসে শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো- চিনে লঞ্চ হয়েছিল। এই ফুই ফোনের দাম ছিল যথাক্রমে প্রায় ৫০ হাজার টাকা এবং প্রায় ৫৬,৫০০ টাকা। চিনে লঞ্চ হওয়া শাওমি ১৪ সিরিজের ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং শাওমির HyperOS ইন্টারফেসের সাপোর্ট। এছাড়াও রয়েছে LTPO OLED ডিসপ্লে যেখানে 2K রেজোলিউশন পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ (ডায়নামিক)। এই ফোন দু'টিতে রয়েছে প্রায় ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এই দুই ফোন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। শাওমি ১৪ প্রো ফোনে রয়েছে ৪৮৮০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। অন্যদিকে শাওমি ১৪ ফোনে রয়েছে ৪৬১০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াতের ওয়্যারড চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। আর রয়েছে ১০ ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- ভারতে নাথিং ফোন (২এ) মডেলের দাম কত হতে পারে? এই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?