আজ বাংলায়: বিজেপির ডাকা বাংলা বনধে দিকে দিকে অশান্তির ছবি | Bangla News
এবার নবম ও দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগে, দুর্নীতির অভিযোগে CBI অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।
বিজেপির বাংলা বনধে রেল অবরোধ ঘিরে তুমুল অশান্তির ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। যাত্রী ভোগান্তি তো হলই, সেইসঙ্গে তৃণমূল এবং বিজেপির সংঘাতে নতুন করে তৈরি হল উত্তেজনা।
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। রাস্তায় বসে পড়ে অবরোধ করেন স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ এবং নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ। পড়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ। গেরুয়া শিবিরের দাবি, তাদের বনধ সফল। তৃণমূলের পাল্টা দাবি, স্বাভাবিক ছিল জনজীবন।
উত্তরপাড়ায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আহত বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে দেখতে যান রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে হাওড়ার ডোমজুড়ের (Domjur) বাসিন্দা সায়ন পাল। পরিবার সূত্রে খবর, হাড় কাঁপানো ঠাণ্ডায় রোমানিয়া সীমান্তে খোলা আকাশের নীচে দিন কাটছে তাঁর। ঘরের ছেলে কীভাবে ঘরে ফিরবে, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।