Ananda Sakal (Seg 3): জুনেই দেশে আছড়ে পড়তে পারে চতুর্থ ঢেউ, সতর্কবার্তা IIT কানপুরের।Bangla News
পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাসে বিস্ফোরক পাচারের চেষ্টা বানচাল। পুলিশি তৎপরতায় ধরা পড়ে গেল বিস্ফোরক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, মোট ৭ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ধৃতকে জেরা করে এক বিস্ফোরক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ।
দেশে ফের বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। চিকিৎসকদের একাংশের দাবি, ভারতে ইতিমধ্যে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ। ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩৯। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। দিল্লিতে নতুন করে সংক্রমিত হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক জনের। IIT মাদ্রাজে নতুন করে আক্রান্ত ৫৫। বাংলায়ও, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে কি দেশে কড়া নাড়ছে করোনার চতুর্থ ঢেউ? উদ্বেগ বাড়িয়ে IIT কানপুরের গবেষণা বলা হয়েছে, জুনেই তা আছড়ে পড়তে পারে। শিখরে পৌঁছবে অগাস্টে। তাণ্ডব চলতে পারে অক্টোবর পর্যন্ত।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)