এক্সপ্লোর
Child Health: টিভি-মোবাইল দেখিয়ে সন্তানকে খাবার খাওয়ান ? অজান্তেই কী ক্ষতি করছেন জানেন ?
Child Health Tips: অনেকক্ষেত্রেই দেখা যায় সন্তানদের টিভি বা মোবাইল দেখিয়ে খাবার খাওয়ান বহু মা-বাবা। এটাই শিশুদের কাছে বিনোদন হয়ে ওঠে।

শিশুকে মোবাইল দেখিয়ে খাওয়ানোর ক্ষতির দিক জানেন ?
1/9

এখনকার ব্যস্ততম জীবনে শিশুকে খাওয়ানো কীভাবে তাড়াতাড়ি করে ফেলা যায়, তার চিন্তায় তাদের সামনে টিভি, মোবাইল চালিয়ে দেওয়া একটা অভ্যাস হয়ে পড়েছে।
2/9

অনেকক্ষেত্রেই দেখা যায় সন্তানদের টিভি বা মোবাইল দেখিয়ে খাবার খাওয়ান বহু মা-বাবা। এটাই শিশুদের কাছে বিনোদন হয়ে ওঠে।
3/9

কিন্তু জানেন কী এই অভ্যাস কতটা ক্ষতিকর ? এনভায়রনমেন্টাল জার্নাল হেলথ ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে এইভাবে খাওয়ার অভ্যাস করালে বড় হয়ে শিশু খাবারের প্রতি অনীহা বা বিরক্তি দেখাতে পারে।
4/9

এই ধরনের শিশুরা অল্পতেই অত্যন্ত বিরক্ত হয়ে যায়, অল্পতেই রেগে যায়। ১০ বছরের বেশি বয়সী শিশুদের মধ্যে ওজন বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়।
5/9

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সম্প্রতি শিশুদের স্ক্রিন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছে। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই নিয়ম কঠোরভাবে পালনীয়।
6/9

অতিরিক্ত সময় ধরে স্ক্রিনের সামনে থাকা তাদের মানসিক ও শারীরিক বিকাশকে প্রভাবিত করে। টিভি, মোবাইল দেখিয়ে খাওয়ালে শিশুদের মেটাবলিজম ধীর হয়ে পড়ে।
7/9

অনেক শিশুই টিভি মোবাইল দেখতে দেখতে জাঙ্ক ফুড খাওয়া পছন্দ করে বা এটাই তাদের অভ্যাস হয়ে যায়।
8/9

আর এই কাজ করলে অনেকক্ষেত্রেই শিশু বেশি মাত্রায় খেয়ে ফেলে এবং এতে তাদের ওজন দ্রুত বাড়তে শুরু করে।
9/9

এমনকী রিপোর্ট বলছে টিভি মোবাইল দেখতে দেখতে খাওয়ার সময় শিশুরা কথা বলে না, ফলে তাদের সংযোগস্থাপনের দক্ষতা কমে যায়।
Published at : 27 Feb 2025 05:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
প্রযুক্তি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
