এক ডজন গল্প: সরস্বতী পুজোর পরদিনই নিভল সুর-প্রদীপের শিখা, না ফেরার দেশে লতা মঙ্গেশকর | Bangla News
নিভল সুর-প্রদীপের শিখা! প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। ২৮ দিনের লড়াই শেষ হল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সরস্বতী পুজোর পরদিনই দেশ হারাল সুর সম্রাজ্ঞীকে।শোকের ছায়া দেশজুড়ে।
'আমার লিপে লতাজির কত গান! অদ্ভুত লাগছে। লতা মঙ্গেশকর ছাড়া ভারতবর্ষ ভাবা যায় না। মানুষকে প্রকৃতির নিয়মে চলে যেতে হয়, যারা থেকে যায় তাঁদের মধ্যে শূন্যতা থেকে যায়। বিশাল শূন্যতার সৃষ্টি হল', কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে স্মৃতিমেদুর অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)।
ক্লাসে অন্যদের সুর-তাল-লয় শুধরে দিচ্ছে একরত্তি মেয়ে! পরে সেই মেয়েই আপ্রাণ চেষ্টা করেছে অভিনেত্রী হতে। সাফল্য আসেনি। কিন্তু, পরবর্তীকালে তাঁর সুরের জাদু মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। ছোটবেলার হেমা হার্দিকর থেকে নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) হয়ে ওঠার এক সোনালী অধ্যায়।
কোভিড (COVID-19) থেকে সেরে উঠেও হল না বাড়ি ফেরা। সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মাল্টি অর্গান ফেলিওর হয়ে প্রয়াত হলেন কিংবদন্তী গায়িকা। কেন এমনটা হল? এনিয়ে কী জানাচ্ছেন চিকিৎসকরা?