(Source: ECI/ABP News/ABP Majha)
এখন কলকাতা (Seg 1): দোলের দিন কলকাতায় গুলি, রিজেন্ট পার্কে মৃত্যু ব্যবসায়ীর | Bangla News
দোলের দিন কলকাতায় গুলি, মৃত্যু ব্যবসায়ীর। রিজেন্ট পার্কের নতুন পল্লিতে ব্যবসায়ীকে গুলি করে খুন। মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে বিবাদ, পুলিশ সূত্রে খবর। ব্যবসায়ীর স্ত্রীকে আবির মাখানো নিয়ে দুই বন্ধুর বিবাদ, পুলিশ সূত্রে খবর। ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। এসএসকেএমে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা। পলাতক অভিযুক্তের খোঁজে রিজেন্ট পার্ক থানা।
এদিকে, মহেশতলায় (Maheshtala) দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ধুন্ধুমার। ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত্যু চালকের। বজবজ ইএসআই (ESI) হাসপাতালে মৃত বলে ঘোষণা। চিকিত্সায় গাফিলতির অভিযোগে ইএসআই হাসপাতালে ভাঙচুর। বজবজ ইএসআই হাসপাতালে ভাঙচুর মৃতের বাড়ির লোকেদের। তৃণমূল কাউন্সিলরের ওপর চড়াও উত্তেজিত জনতা। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে মৃতের পরিজনদের হাতাহাতি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
উত্তর দিনাজপুরের ৩ পুরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা। ইসলামপুরের পুরপ্রধান হচ্ছেন কানাইয়ালাল আগরওয়াল। ডালখোলা পুরসভার চেয়ারম্যান হচ্ছেন স্বদেশ সরকার। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হচ্ছেন রামনিবাস সাহা। ২১ মার্চ ডালখোলা পুরসভার বোর্ড গঠন। ২৩ মার্চ ইসলামপুর ও ২৫ মার্চ কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড গঠন।
ঢাকায় হামলা চালানো হল ইসকনের (ISCON) রাধাকান্ত মন্দিরে। সংবাদসংস্থা ANI জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থনা চলাকালীন প্রায় ২০০ জন সেখানে হামলা চালায়। মন্দিরে ঢুকে ভাঙচুর চালানো হয়। কলকাতায় (Kolkata) ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, এই ঘটনায়, তিনজন পূণ্যার্থী আহত হয়েছেন। এরপর পুলিশ এসে হামলাকারীদের সেখান থেকে সরায়। এই ঘটনায় বাংলাদেশ সরকারের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ।