Malda News: মালদার হবিবপুর, গাজোল, হরিশ্চন্দ্রপুরের ৩ স্কুলে ট্যাব-'কেলেঙ্কারি'| ABP Ananda Live
ABP Ananda Live: মালদার হবিবপুর, গাজোল, হরিশ্চন্দ্রপুরের ৩ স্কুলে ট্যাব-'কেলেঙ্কারি'। শুধু হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুলেরই ৯১ জন পড়ুয়ার টাকা উধাও। স্কুলের এক ক্লার্কের বিরুদ্ধেই হবিবপুর থানায় নালিশ প্রধান শিক্ষকের। জেলাস্কুল পরিদর্শকের কাথে লিখিত অভিযোগ বাকি ২ স্কুলের প্রধান শিক্ষকের। তদন্ত শুরু হয়েছে, অভিযোগ প্রমাণে কঠোর ব্যবস্থা: জেলা শাসক।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'।
জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।