Vijaya Dashami 2021: বনেদি ঐতিহ্য আর রীতি মেনে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমা বিসর্জন | Bangla News
কাশবনে আগমনীর হিল্লোল এখন অতীত। উমাকে বিদায় জানাতে আকাশের দিকে মুখ করে গর্জে উঠল দোনলা বন্দুক। বনেদি ঐতিহ্য আর রীতি মেনে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মাতৃমণ্ডপ থেকে বিদায় নিলেন দেবী।
বৈকুণ্ঠপুরের রাজ পরিবার সূত্রে খবর, পুজোর বয়স ৫১২ বছর। দুই ভাই বিশু ও শিশু সিংহর উদ্যোগে দুর্গা আরাধনার সূচনা হয়েছিল অসমে। পরবর্তী প্রজন্মের হাত ধরে কোচবিহার রাজবাড়ি ও জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে পুজো শুরু হয়। কৈলাসের উদ্দেশে রওনা করানোর আগে দেবীকে আমিষ ভোগ নিবেদন করা হয়। তারপর শুরু হয় বিদায়বরণ। প্রথা মেনে বন্দুক থেকে গুলি ছুড়ে উমাকে বিদায় জানান রাজপরিবারের সদস্য। তারপর শুর হয় সিঁদুর খেলা ও নাচ। অন্যান্যবারের মতোই বিধি মেনে নির্দিষ্ট জলাশয়ে রাজ পরিবারের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
![Kolkata News: রাতের শহরে দুষ্কৃতীদের দাপট, নিউ মার্কেট এলাকায় আক্রান্ত দুই ব্যবসায়ী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/8f9ad98318a2cd8159c3caed2b5e33391739713511929967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)