(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নির্বাচন কমিশনের
মমতাকে (Mamata Banerjee) বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) শোকজ করল নির্বাচন কমিশন। নির্বাচনী বিধিভঙ্গে কেন উপযুক্ত ব্যবস্থা নয় ? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জবাব তলব নির্বাচন কমিশনের (Election Commission)। ২০ মে বিকেল ৫টার মধ্যে তমলুকের বিজেপি প্রার্থীর জবাব তলব নির্বাচন কমিশনের। 'নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে ধরে নেওয়া হবে যে আপনার কিছু বলার নেই, তখন নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা বা সিদ্ধান্ত জানাবে', জানাল নির্বাচন কমিশন। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কমিশনকে চিঠি দেয় তৃণমূল। অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছিল তৃণমূল (TMC on Abhijit Ganguly)।