Ananda Sakal (Seg 2): জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। Bangla News
জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও ছড়িয়েছে করোনা সংক্রমণ। উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদ ও নদিয়ার JNM হাসপাতালের একাধিক চিকিৎসক-নার্স বা স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। SBI’র একাধিক শাখাতে ছড়িয়েছে সংক্রমণ।
করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে আজ-কাল, সোম-মঙ্গল, এই চারদিন বন্ধ থাকবে রাজপুর-সোনারপুর এলাকার সমস্ত বাজার।পুলিশকে নিয়ে এদিন সকাল থেকে বিভিন্ন বাজার পরিদর্শনে যান সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম। এই চারদিন বাজার স্যানিটাইজ করার কাজ চলবে। পাশাপাশি, বাজার বন্ধের পর, গড়িয়া এলাকায় আজও দেখা গেল অসচেতনতার ছবি। মাস্ক ছাড়াই ঘুরছেন অনেকে। যদিও বিনা মাস্কে বের হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
কলকাতা থেকে জেলা। পুলিশের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। ভবানীপুর থানার, ৩০ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত ৮ IPS-সহ কলকাতা পুলিশের ১২১ জন কর্মী করোনা আক্রান্ত।