(Source: ECI/ABP News/ABP Majha)
AHC on Covid Situation: যোগী সরকারকে তুলোধনা এলাহাবাদ হাইকোর্টের
এলাহাবাদ হাইকোর্টের রোষে যোগী সরকার এবং কমিশন। তিন দফার পঞ্চায়েত ভোটে করোনা রুখতে কী পদক্ষেপ? পঞ্চায়েত ভোটে কেন করোনা বিধি মানা হল না? যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? উত্তরপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের জবাব তলব এলাহাবাদ হাইকোর্টের। অক্সিজেনের সঙ্কট নিয়েও যোগী প্রশাসনকে তোপ আদালতের। অক্সিজেনের অভাবে কারও যেন মৃত্যু না হয়, যোগী সরকারকে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের।
এই নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "উত্তরপ্রদেশে তো ডবল ইঞ্জিনের সরকার। ডবল ইঞ্জিনের সরকার যে উত্তরপ্রদেশকে শশ্মানে পরিণত করে দিয়েছে তা আমার বারবার বলে আসছি। ওখানে অক্সিজেন সঙ্কট নতুন নয়। পশ্চিমবঙ্গে যখন কোভিড বাড়ল তখন তৃণমূল কংগ্রেস বারবার কমিশনকে বলেছিল তিন দফার ভোট এক দফায় করতে। শোনেনি। ক্রমাগত এটাকে নিয়ে ছেলেখেলা করেছেন কমিশন শুধুমাত্র বিজেপির (BJP) স্বার্থে। এখন দেখা গেছে উত্তরপ্রদেশের আদালতও সক্রিয় হয়েছেন, হস্তক্ষেপ করেছেন জনস্বার্থে। এটা বিজেপির চূড়ান্ত অপদার্থতা। আদালতের রায়কে পূর্ণ সমর্থন জানাচ্ছি মানুষের স্বার্থে।"
পাল্টা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "দেশের এই পরিস্থিতিতে মহামান্য আদালত তার মতামত দিতেই পারে। আমাদের এই নিয়ে কিছু বলার থাকতে পারে না। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বলছি, বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে। সেই রায়গুলিকে হাতিয়ার হিসেব ব্যবহার করা হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক।"