Morning Headlines: রাজ্যে হু হু করে চড়ছে করোনার গ্রাফ, দেশজুড়ে অব্যাহত অক্সিজেনের জন্য হাহাকার
রাজ্যে একদিনে করোনায় ১৩৪ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ১৯ হাজার। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। ওষুধ থেকে অক্সিজেন, অসহয়তার সুযোগে কালোবাজারির রমরমা। রেমডেসিভির ভায়াল পিছু ১৪ হাজার টাকা দাবি। বেলাগাম ভাড়া অ্যাম্বুল্যান্সেও (Ambulance)। নির্মম হাতে পদক্ষেপ নিন, রাজ্যকে বার্তা কেন্দ্রের। অক্সিজেনের (Oxygen) জন্য হাহাকার। গড়িয়ার (Garia) হাসপাতালে আতঙ্ক। নিউটাউনের হাসপাতালে রোগী ভর্তি বন্ধ। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) হাসপাতালে অক্সিজেনের অভাবে ১১জন করোনা (Corona) আক্রান্তের মৃত্যু। রাজ্যে এল ৭ লক্ষ কোভিশিল্ড। যমুনায় অর্ধদগ্ধ মৃতদেহ, গঙ্গায় মৃতদেহের স্তুপ। অ্যাম্বুল্যান্স থেকেই করোনায় মৃতের দেহ ছোড়া হচ্ছে নদীতে। উত্তরপ্রদেশ থেকে বিহারে অমানবিকতার চূড়ান্ত নিদর্শন। ডবল ইঞ্জিনের সরকার ফেল, কটাক্ষ আরজেডির। ফেরানো যাবে না কোনও রোগী, ভর্তি করে করাতে হবে টেস্ট, কেন্দ্রের বিজ্ঞপ্তির পড়ে এবার নির্দেশিকা রাজ্যের। কোমর্বিডিটি থাকা ৬৫ উর্ধ্বদের একমাত্র প্লাজমা থেরাপি, গাইডলাইন স্বাস্থ্য দফতরের (State Health Department)। রেল-রাজ্য টানাপোড়েন। লিলুয়া রেল হাসপাতালের মর্গে দু'দিন পড়ে থাকল করোনায় মৃতের দেহ। রাজ্যের গাফিলতি, অভিযোগ সুপারের। কিছু জানায়নি, দাবি সিএমওএইচের (CMOH)। এখনই সম্পূর্ণ লকডাউন নয়, ফের জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কেন্দ্র ভ্যাকসিন দিলে সবাইকে বিনামূল্যে দেওয়ার ঘোষণা। আসছে যথেষ্ট টিকা, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। সঠিক ব্যবহারের অভাবে নষ্ট হওয়ার অভিযোগ। দুদিন পর চার হাজারের নিচে নামল দেশজুড়ে করোনায় দৈনিক মৃত্যু। চার দিন পর দৈনিক সংক্রমণ ৪ লক্ষের নিচে। অনেক সময় জন্ম নেয় অনিচ্ছাকৃত তিক্ততা। ভ্যাকসিন নীতিতে কাম্য নয় হস্তক্ষেপ, সুপ্রিম কোর্টে (Supreme Court) জানাল কেন্দ্র। রাজভবনে শপথ নিল তৃতীয় মমতা মন্ত্রিসভা। করোনাকালে মাত্র ৬ মিনিটে পূর্ণ, স্বাধীন, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পদে ৪৩ মন্ত্রীর শপথগ্রহণ। জল্পনা অবসান। শেষপর্যন্ত শুভেন্দুই (Suvendu Adhikari) বিধানসভার বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসায় হাইকোর্ট (Calcutta High Court)। সবাইকে একসঙ্গে এগিয়ে আসার বার্তা।