Virat Kohli । বাংলাদেশের নেতিবাচক কৌশল দুমড়ে দিয়ে নাটকীয় সেঞ্চুরি, কোহলি ফের কিংগ। ABP Ananda Live
ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচে পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে এশিয়া কাপে (Asia Cup) পরাজয়ের মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া (Team India)। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২৫৬/৮। হাফসেঞ্চুরি করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস (Litton Das)। পেনিং জুটিতে ১৪.৪ ওভারে ৯৩ রান তুলে ফেলে বাংলাদেশ। যা ১৯৯৯ সালের ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) পাকিস্তানের বিরুদ্ধে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেনের ৬৯ রানের ওপেনিং জুটির রেকর্ডকে ছাপিয়ে যায়। তারপরেও ভারতীয় বোলিংয়ের সামনে খুব বড় কোনও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ (Ind vs Ban)। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ়, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবদের সামনে ২৫৬-তেই আটকে যায় তাদের ইনিংস। তাও মাহমুদুল্লাহ ৪৬ ও মুশফিকুর রহিম ৩৮ রান করেন বলে ভদ্রস্থ স্কোর তোলে বাংলাদেশ। জবাবে ৫১ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ ভারতের। ৪০ বলে ৪৮ রান রোহিতের। শুভমন গিল (Shubman Gill) করেন ৫৩। আর ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন কোহলি। বিশ্বকাপে চারে চার করল ভারত।