(Source: ECI/ABP News/ABP Majha)
Maruti Suzuki India: বছরে ১০ লক্ষ গাড়ি নির্মাণের লক্ষ্য, নতুন কারখানা গড়তে উদ্যোগী মারুতি সুজুকি ইন্ডিয়া কর্তৃপক্ষ
New Car Plant: মারুতি সুজুকি ইন্ডিয়ার যে নতুন প্ল্যান্টে বছরে ১০ লক্ষ নির্মাণের কথা ভাবা হচ্ছে, সেই প্ল্যান্টের জন্য নতুন ভাবে বিনিয়োগের কথা ভাবা হচ্ছে।
Maruti Suzuki India: মারুতি সুজুকি ইন্ডিয়া (এমএসআই), (MSI) ভারতের সর্ববৃহৎ গাড়ি নির্মাণকারী সংস্থার বোর্ড অর্থাৎ কর্তৃপক্ষ তাদের নতুন প্ল্যান্টে (New Plant) বছরে প্রায় ১০ লক্ষ গাড়ি নির্মাণের জন্য একটি নীতিগত অনুমোদন দিয়েছে। ভারতের গাড়ির বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে পর্যায়ক্রমে এই বিপুল পরিমাণে গাড়ি নির্মাণ করা হবে বলে অনুমান করা হচ্ছে। মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki India) কর্তৃপক্ষ সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে একটি সাংবাদিক সম্মেলন করেছে। চতুর্থ ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশের পর এই সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সেখানে মারুতি সুজুকির চেয়ারম্যান আরসি ভার্গব জানিয়েছেন, হরিয়ানা সোনিপতে সংস্থার যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি হচ্ছে তার পাশাপাশি নতুন একটি প্ল্যান্টে এই নতুন সুবিধা পাওয়া যাবে। সোনিপতের প্ল্যান্টের পাশাপাশি এই নতুন প্ল্যান্টের কাজ চলবে। এমএসআই অর্থাৎ মারুতি সুজুকি ইন্ডিয়া কর্তৃপক্ষ সোনিপতের প্ল্যান্টের জন্য ১১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এই প্ল্যান্টে প্রাথমিক ভাবে বছরে ২.৫ লক্ষ ইউনিট গাড়ি উৎপাদনের কথা বলা হয়েছে। ২০২৫ সালের মধ্যে এই উৎপাদন হবে বলে অনুমান করা হচ্ছে।
নতুন প্ল্যান্টের বিনিয়োগ
মারুতি সুজুকি ইন্ডিয়ার যে নতুন প্ল্যান্টে বছরে ১০ লক্ষ নির্মাণের কথা ভাবা হচ্ছে, সেই প্ল্যান্টের জন্য নতুন ভাবে বিনিয়োগের কথা ভাবা হচ্ছে। এই প্রসঙ্গে চেয়ারম্যান ভার্গব জানিয়েছেন, এখনও নতুন প্ল্যান্টে কত টাকা বিনিয়োগ করা হবে তা ভাবা হয়নি। তবে সোনিপতের প্ল্যান্টে যা বিনিয়োগ করা হয়েছে তার থেকে কিছুটা বেশি পরিমাণ অর্থ এই নতুন প্ল্যান্টে বিনিয়োগ করবে এমএসআই কর্তৃপক্ষ, সেই আভাস দিয়েছেন খোদ চেয়ারম্যান।
বর্তমানে মারুতি সুজুকি ইন্ডিয়ার বিভিন্ন প্ল্যান্টে গাড়ি নির্মাণের ক্ষমতা কেমন
মানেসর এবং গুরুগ্রামের প্ল্যান্টে বছরে প্রায় ১৫ লক্ষ ইউনিট গাড়ি উৎপাদন করে মারুতি সুজুকি ইন্ডিয়া কর্তৃপক্ষ। সুজুকি মোটর গুজরাটের ৭.৫ লক্ষ ইউনিট উৎপাদনের একমাত্র সুবিধাভোগী হল এই দুই সংস্থা। কারণ এখানে রয়েছে একটি উৎপাদন চুক্তি। এছাড়াও হরিয়ানা সোনিপতের প্ল্যান্টে বছরে ১০ লক্ষ ইউনিট উৎপাদন ক্ষমতা পাওয়া যাবে বলে অনুমান।
ইলেকট্রিক গাড়ি নিয়ে মারুতি সুজুকি ইন্ডিয়ার ভাবনা
সংস্থার ইলেকট্রিক ভেহিকেল প্রোগ্রাম সম্পর্কে চেয়ারম্যান ভার্গব জানিয়েছেন যে মারুতি সুজুকি ইন্ডিয়ার লক্ষ্য হল ছয়টি ফুল ইলেকট্রিক মডেল লঞ্চ করা। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টায় রয়েছে সংস্থা। এইসব ইলেকট্রিক ভেহিকেলের মডেল মূলত বড় আকার, আয়তনের এসইউভি ক্যাটেগরিতে থাকবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান।
আরও পড়ুন- ভারতে এল এমজি কমেট ইভি, টাটা টিয়াগোর সঙ্গে হবে টক্কর
আরও পড়ুন- গরমের মরসুমেও বজায় রাখুন ত্বকের জেল্লা-মোলায়েম ভাব, ঘরোয়া উপায়েই দূর হবে সব সমস্যা