EPFO News: UAN-আধার লিঙ্কের সময়সীমা বাড়াল সরকার, কতদিনের মধ্যে জুড়তে হবে নম্বর ?
UAN-আধার লিঙ্কের (UAN Aadhaar Link) সময়সীমা বাড়িয়েছে সরকার। জেনে নিন, ঠিক কতদিনের মধ্য়ে লিঙ্ক করতে হবে দুই কার্ড।

UAN Aadhaar Link : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অর্গানাইজেশনের সদস্য (EPFO) হলে আপনার জন্য রয়েছে সুখবর। UAN-আধার লিঙ্কের (UAN Aadhaar Link) সময়সীমা বাড়িয়েছে সরকার। জেনে নিন, ঠিক কতদিনের মধ্য়ে লিঙ্ক করতে হবে দুই কার্ড।
কতদিন আরও সুযোগ পাবেন আপনি
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) সংক্রান্ত বড় খবর বেরিয়েছে। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) অ্যাক্টিভেট করার শেষ তারিখ ও এমপ্লয়িজ-লিঙ্কড ইনসেনটিভ (ELI) স্কিমের অধীনে সুবিধাগুলি পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ 15 মার্চ, 2025 পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এই সময়সীমা আগে বেশ কয়েকবার বাড়ানো হয়েছে৷ আগের সময়সীমা ছিল 15 ফেব্রুয়ারি, 2025।
UAN কী ?
UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) হল একটি 12-সংখ্যার নম্বর যা EPFO প্রত্যেক বেতনভোগী কর্মচারীকে দেয়। এটি কর্মীদের তাদের কর্মজীবনের সময় বিভিন্ন নিয়োগকর্তার অধীনে তাদের পিএফ অ্যাকাউন্টগুলি পরিচালনা করার জন্য সিঙ্গল পয়েন্ট অ্যাক্সেস দিয়ে থাকে। এটি তাদের একটি সিঙ্গল নম্বরের অধীনে তাদের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স ট্র্যাক করতে এবং অ্যাক্সেস করতে দেয়।
ELI স্কিমের জন্য UAN অ্য়ক্টিভেশন কেন প্রয়োজনীয় ?
ELI স্কিমের অধীনে আর্থিক সুবিধা পেতে কর্মীদের জন্য তাদের UAN অ্যাক্টিভেশন করা ও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে EPFO বলেছে, "এমপ্লয়ি-লিঙ্কড ইনসেনটিভ (ELI) স্কিমের সুবিধাগুলি পেতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক৷ শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে সময়মতো এই কাজ করুন!"
ELI স্কিমের তিনটি সংস্করণ
জুলাই 2024 সালে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ELI প্রকল্প চালু করেছিলেন। এই স্কিমের তিনটি সংস্করণ রয়েছে-
স্কিম A- এটি প্রথমবারের চাকরি ও EPF স্কিমের অংশগ্রহণকারীদের জন্য করা হয়েছে।
স্কিম বি- এটি উৎপাদন খাতে কর্মসংস্থান সৃষ্টির উপর কাজ করে।
স্কিম সি- এটি নিয়োগকারীদের সাপোর্ট করে তৈরি করা হয়।
Pension System: দেশের সমস্ত আঞ্চলিক অফিসগুলিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড শুরু করেছে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (Centralized Pension Payment System) সংক্ষেপে সিসিপিএস। নতুন বছরে সদস্যদের জন্য বড় উপহার দিল এই সংস্থা। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই এই কাজ (EPFO) সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ডিসেম্বর পর্যন্ত ৬৮ লক্ষেরও বেশি কর্মীদের ১৫৭০ কোটি টাকা পেনশন (Pension System) পেমেন্ট করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সংস্থা।
দেশের যে কোনো ব্যাঙ্কের শাখা থেকে তোলা যাবে পেনশন
কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন যে এই বদলের পরে পেনশনভোগীদের পেনশন তুলতে আর কোনো সমস্যা হবে না। দেশের যে কোনো ব্যাঙ্কের যে কোনো শাখা থেকে তাঁর পেনশন তুলতে পারবেন। অর্থাৎ দেশের (Pension System) যে কোনও আঞ্চলিক ইপিএফও শাখা থেকে আপনি পেনশন তুলতে পারবেন এবার থেকে। মোট ১২২টি ইপিএফও আঞ্চলিক অফিসে ইতিমধ্যেই এই সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম কার্যকর হয়েছে।
Bangladesh News : বাংলাদেশের বিমানঘাঁটিতে বড় হামলা, পিছনে কাদের হাত ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
