Savings Account: সেভিংস অ্যাকাউন্টেও পাওয়া যায় ফিক্সড ডিপোজিটের মত সুদ, জানেন কীভাবে ?
Bank Account Interest Rate: আপনার সেভিংস অ্যাকাউন্টে এই মোড অন করলেই ফিক্সড ডিপোজিটের মত সুদ পাবেন আপনি। কী পদ্ধতি ? কীভাবে কাজ করে ?
Bank Account: টাকা-পয়সার লেনদেনের জন্য এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা তো আবশ্যিক হয়ে পড়েছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমেই সেভিংস অ্যাকাউন্ট খোলেন সকলেই। এই অ্যাকাউন্টে জমানো টাকার উপর সামান্য কিছু পরিমাণ সুদ পাওয়া যায়। ফিক্সড ডিপোজিট করলে যে পরিমাণ সুদ মেলে, তাঁর তুলনায় সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অনেকটাই কম। বর্তমানে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে ন্যূনতম ২.৫০ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। কিন্তু এই কাজ (Auto Sweep Facility) করলে সেভিংস অ্যাকাউন্টেও আপনি পেতে পারেন ফিক্সড ডিপোজিটের মত সুদ, কীভাবে ?
কোন পদ্ধতি ?
সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটের মত সুদ পেতে হলে আপনাকে নিজের সেভিংস অ্যাকাউন্টে চালু রাখতে হবে অটো সুইপ ফেসিলিটি (Auto Sweep Facility)। এটি চালু রাখলে আপনার অ্যাকাউন্ট মূলত সেভিংস এবং ফিক্সড ডিপোজিটের একটি কম্বিনেশন হয়ে উঠবে সুদের হারের ক্ষেত্রে।
কী এই অটো সুইপ ?
অটো সুইপ হল এমন একটি সুবিধে যার মাধ্যমে সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকা একটি নির্দিষ্ট সীমা পেরোলেই তা আপনা থেকেই ফিক্সড হয়ে যাবে আর সেইমত সুদের হারও বেড়ে যাবে ব্যাঙ্ক নির্দিষ্ট হারের অনুপাতে। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার সেভিংস অ্যাকাউন্টটিই ফিক্সড ডিপোজিট হয়ে যাবে।
কীভাবে কাজ করে ?
প্রতিটি ব্যাঙ্কেই এই অটো সুইপ ফেসিলিটি (Auto Sweep Facility) চালু করার জন্য একটি নির্দিষ্ট ব্যালেন্স অ্যাকাউন্টে রাখতে হয় যাকে বলা হয় Thresold Amount। ধরা যাক কোনও ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকা ২৫০০০ টাকার সীমা পেরোলেই সেটিতে অটো সুইপ মোড চালু হয়ে যায়, এমনই নিয়ম। এবার আপনি যদি ৩০০০০ টাকা জমান আপনার অ্যাকাউন্টে, তাহলে ২৫০০০-এর পরে অতিরিক্ত টাকার উপর অটো সুইপ মোডে বেশি সুদ পাওয়া যায়। প্রতিটি ব্যাঙ্কেই এই টাকার পরিমাণের সঙ্গে সঙ্গে এফডির মেয়াদও উল্লেখ থাকে, কোথাও ১৮০ দিন, কোথায় ১ বছর, কোথাও আরেকটু বেশি।
সুবিধে কী ?
এই প্রক্রিয়ার সবথেকে বড় সুবিধে হল আলাদা করে ফিক্সড ডিপোজিট করলে তা যখন তখন ভাঙানো যায় না, সেক্ষেত্রে ম্যাচিওরিটি ডেটের আগেই এফডি (Auto Sweep Facility) ভাঙালে তাতে একটা পেনাল্টি চার্জ আরোপ হয়। কিন্তু সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকার কারণে টাকার দরকার পড়লে আপনি এই ফিক্সড ভাঙালেও কোনও পেনাল্টি দিতে হবে না। আবার কোনও কারণে টাকার দরকার পড়লে অ্যাকাউন্টে যদি ব্যালেন্স কমেও যায় তুলে নেওয়া কারণে তখন আপনা থেকেই এই ফিক্সড ভেঙে অ্যাকাউন্টের ন্যূনতম যত টাকা রাখা দরকার সেই ব্যালেন্সটা চলে আসে।
কাদের প্রয়োজন ?
মূলত যাদের লেনদেনের কারণে অনেক টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা রাখতে হয়, তাঁদের জন্য এই অটো সুইপ ফেসিলিটি অনেক কাজে দেয়।