Budget Expectations 2025: আয়করে স্বস্তি দেবে এবারের বাজেট ? আসবে বড় উপহার ? কী চাইছেন করদাতারা
Income Tax: এই সমীক্ষায় দেখা গিয়েছে নতুন কর আইনের আওতায় ৪৬ শতাংশ করদাতা কর কমানোর ব্যাপারেই মত দিয়েছেন। অন্যদিকে ২৬ শতাংশ মনে করছেন যে তাদের পক্ষে করছাড়ের সীমা বাড়ালেই বেশি সুবিধে হবে।

Income Tax: আগামী ১ ফেব্রুয়ারি দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে অর্থাৎ ২০২৫-এর বাজেটে ব্যক্তিগত আয়করের বোঝা কি এবার কমানো হবে সাধারণ মানুষের জন্য ? এই বাজেটে (Budget 2025) করদাতাদের কী আশা, তা নিয়ে একটি সমীক্ষা করা হয়েছে যা থেকে স্পষ্ট দেশের করদাতাদের (Income Tax) একটা বড় অংশ চান যাতে তাদের আয়করের বোঝা কমানো হয়। ট্যাক্স স্ল্যাব কমানোর প্রত্যাশা রয়েছে এবারের বাজেটে।
সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ করদাতা অর্থাৎ ৫৭ শতাংশ করদাতা চেয়েছেন করের বোঝা কমানো হোক, আর অন্যদিকে ২৫ শতাংশ করদাতা চেয়েছেন যাতে করছাড়ের সীমা আরও খানিক বাড়ানো হয়। গ্র্যান্ড থর্নটন ভারত নামের একটি কনসাল্টিং ও সার্ভিসেস ফার্মের পক্ষ থেকে এই সমীক্ষা করা হয়েছে সারা দেশজুড়ে।
সাম্প্রতিক প্রাপ্ত তথ্য অনুসারে একটা বড় অংশের করদাতা বর্তমানে সরলীকৃত নতুন আয়কর আইনের আওতায় রিটার্ন ফাইল করা শুরু করেছেন। বর্তমানে সারা দেশের ৭২ শতাংশ করদাতা এই নতুন কর আইনের আওতায় এসেছেন। আর বাকি ২৮ শতাংশ রয়েছেন পুরনো কর আইনের আওতায়।
আর এবারে এই সমীক্ষায় দেখা গিয়েছে নতুন কর আইনের আওতায় ৪৬ শতাংশ করদাতা কর কমানোর ব্যাপারেই মত দিয়েছেন। অন্যদিকে ২৬ শতাংশ মনে করছেন যে তাদের পক্ষে করছাড়ের সীমা বাড়ালেই বেশি সুবিধে হবে। ডিজিটাইজেশন যত দ্রুত হচ্ছে দেশে, তত করদাতারা আরো অনেক সহজে ট্যাক্স জমা ও রিটার্ন ফাইলিং করতে চাইছেন, জটিলতা এড়াতে চাইছেন। গ্র্যান্ড থর্নটনের প্রাক-বাজেট এই সমীক্ষায় উঠে এসেছে দেশের ৩৮ শতাংশ করদাতা বিদেশি ব্যাঙ্কের থেকে কর জমা করতে চাইছেন। এর মাধ্যমে প্রবাসী ভারতীয়দের কর জমা করতে অনেক সুবিধে হবে। বিদেশের মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে ই-ভেরিফিকেশনের মাধ্যমে প্রবাসী করদাতারা ট্যাক্স রিফান্ডের পদ্ধতি সরলীকৃত করার দাবি তুলেছেন।
৫৬ শতাংশ করদাতা এবারের বাজেটে চাইছেন যাতে আয়করের যোগ্যতার স্ল্যাব অনেকটা বাড়িয়ে দেওয়া হয় যাতে সাধারণ করদাতাদের উপর বোঝা অল্প হলেও কমে। ১২ শতাংশ করদাতা চান যাতে কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। এই সমীক্ষা থেকে তাই বোঝা যাচ্ছে যে আয়করের নিয়ম ও পরিমাণ নিয়ে এবারের বাজেটে বদল চাইছেন করদাতারা।
আরও পড়ুন: Stock Market: ৩ টাকা থেকেই ৩ লাখে গিয়েছিল দাম, এই শেয়ারেই এখন ৬০ শতাংশ পতন; বড় লোকসান বিনিয়োগকারীদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
