PSU Stock: মাত্র দেড় মাসেই দ্বিগুণ হয়েছে টাকা, বিনিয়োগকারীদের নজরে এই PSU স্টক
PSU Stock Price: ২০২৪ সালের ৫ ডিসেম্বর আইটিআই সংস্থার স্টকের দাম ২৮৩.৫০ টাকায় বন্ধ হয়েছিল, কিন্তু এর শেষ ট্রেডিং সেশনে এই সংস্থার প্রতিটি শেয়ার ১২০.৫০ টাকা করে বেড়ে গিয়েছে।
ITI Share Price: পাবলিক সেক্টর টেলিকম সংস্থা আইটিআই-এর (PSU Stock) স্টকের দাম এই প্রথমবার ৪০০ টাকার সীমা ছাড়াল, আজ ১০ ডিসেম্বর মঙ্গলবারের বাজারে এই স্টক ১০ শতাংশ বেড়ে ৪০৪ টাকায় বন্ধ হয়েছে। তবে শুধু যে আজকেই আইটিআই-এর স্টকের দামে (ITI Stock Price) উত্থান দেখা গিয়েছে তা নয়, বিগত তিনটি সেশনে পরপর এই জায়ান্ট টেলিকম সংস্থার স্টকের (Stock Price) দাম ৪২.৫০ শতাংশ বেড়েছে।
আইটিআইয়ের স্টকে বিপুল উত্থান
২০২৪ সালের ৫ ডিসেম্বর আইটিআই সংস্থার স্টকের দাম ২৮৩.৫০ টাকায় বন্ধ হয়েছিল, কিন্তু এর শেষ ট্রেডিং সেশনে এই সংস্থার প্রতিটি শেয়ার ১২০.৫০ টাকা করে বেড়ে গিয়েছে। আজ মঙ্গলবারের সেশনেও এই স্টক বুলিশ ছিল এবং প্রথমবার ৪০০ টাকার স্তর পেরিয়েছে। সম্প্রতি এই স্টক ৬.৯০ শতাংশ বেড়ে ৩৯৩.৫০ টাকায় ট্রেড করছিল। সংস্থার বাজার মূলধন এখন দাঁড়িয়ে আছে ৩৭,৮১০ কোটি টাকায়।
দেড় মাসেই টাকা দ্বিগুণ করেছে এই স্টক
২০২৪ সালের অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীরা যখন নিরন্তর শেয়ার বিক্রি করছিল ভারতের শেয়ার বাজারে, সেই সময় সমস্ত পিএসইউ স্টকে বিপুল পতন এসেছিল। এই তালিকায় আইটিআই সংস্থাও ছিল। ২৫ অক্টোবর ২১০ টাকায় বন্ধ হয়েছিল এই শেয়ারের দাম। কিন্তু ২৫ অক্টোবর থেকেই এই শেয়ারের দাম ৯২.৩৮ শতাংশ বাড়তে থাকে। অর্থাৎ মাত্র দেড় মাসের মধ্যেই এই শেয়ারে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে। ২ বছরে এই পিএসইউ স্টকে ২৫৭ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এবং ৫ বছরে ৩৭০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক।
কেন বাড়ছে আইটিআইয়ের স্টক ?
নভেম্বর মাসে আইটিআই সংস্থা ভারতনেট ফেজ ৩ প্রজেক্টের জন্য সবথেকে কম টাকার বিড করেছিল। এই স্কিমের অধীনে দেশে ব্রডব্যান্ড বিস্তার করার পরিকল্পনা নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। আইটিআই এই প্রজেক্টে মূলত ডিজাইন, বিল্ড, অপারেট, মডেল মেনটেন্যান্সের কাজ করবে। প্রতিরক্ষা ব্যবস্থায় এই সংস্থা বর্তমানে কমিউনিকেশন সার্ভিস নিয়ে কাজ করছে, ডেটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা, ই-গভর্নেন্সের ক্ষেত্রেও কাজ করে চলেছে এই সংস্থা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।