Coronavirus Delta Plus Variant : ভ্যাকসিন নিয়েই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই, দুশ্চিন্তার কারণ ডেল্টা প্লাস
চিকিৎসকরা বলছেন, ভ্যাকসিন নিয়েই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। করোনা থেকে বাঁচতে হলে, মেনে চলতে হবে যাবতীয় সতর্কতা।
ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : স্বাস্থ্য দফতরের সোমবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের।
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। তবে রাজ্য সরকারের সেন্টিনাল সার্ভে বলছে, বাংলায় সংক্রমণ বৃদ্ধির হার সামান্য কমেছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৮টি হাসপাতাল থেকে মাসে ৪০০ জনের নমুনা সংগ্রহ করে RT-PCR টেস্ট করা হয়। এরই পোশাকি নাম সেন্টিনাল সার্ভে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, তৃতীয় সমীক্ষায় রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার ছিল ১.২ শতাংশ। চতুর্থ সমীক্ষায় সেটা কমে হয়েছে ১ শতাংশ। তৃতীয় সমীক্ষায় দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমণ বৃদ্ধির হার ৩ শতাংশের বেশি ছিল।
সেখানেও এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তবে পূর্ব মেদিনীপুর এখনও উদ্বেগের জায়গায় রয়েছে।
তার সঙ্গে যুক্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলা। ডা. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় জানালেন, ' সংক্রমণ কমছে এটা খুব ভাল। আরও কমবে। এরকম পদক্ষেপ অবশ্যই ভাল। সেন্টিনাল সার্ভে ভাল পদক্ষেপ।'
ডা. অরিন্দম বিশ্বাস আবার জানালেন, ' সার্ভে চালিয়ে যেতে হবে । সংক্রমণ কিছু জায়গায় নিয়ন্ত্রিত হলেও আবার বাড়ছে। মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন করতে হবে। শারীরিক বিধি মানতে হবে, উৎসব-সমাবেশ থেকে দূরে থাকতে হবে। তাহলে বেড়ে যেতে পারে সংক্রমণ। '
তবে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে দুঃশ্চিন্তা এখনও কাটেনি। Indian Statistical Institute বা ISI-এর গবেষণায় উঠে এসেছে, গত বছর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তদের মধ্যে ৩১ শতাংশই ডেল্টা প্লাসে সংক্রমিত হয়েছিলেন। ভারতে ডেল্টা প্লাসের সংক্রমিতের হার ছিল কম। শূন্য দশমিক এক তিন শতাংশ। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় সংক্রমণটা বেড়ে দাঁড়ায় ৯১ শতাংশ। ভারতে ডেল্টা প্লাসে সংক্রমণের হার কমে হয় শূন্য দশমিক এক দুই শতাংশ। মার্চ-এপ্রিলে আবার ভারতে ডেল্টা প্লাসে সংক্রমণের হার বেড়ে হয় ১ শতাংশ। গবেষকদের কারও কারও ধারণা, তৃতীয় ঢেউয়ে যদি ডেল্টা ও ডেল্টা প্লাস বাড়তে থাকে, সেটা বিপজ্জনক।
এই প্রেক্ষাপটে চিকিৎসকরা বলছেন, ভ্যাকসিন নিয়েই নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। করোনা থেকে বাঁচতে হলে, মেনে চলতে হবে যাবতীয় সতর্কতা।
,
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )