Durga Puja 2023 : দমদম পার্ক ভারতচক্রে এবার অনন্য ভাবনা, মণ্ডপজুড়ে পুতুলনাচ ! ব্যাপারটা কী ?
Dumdum Park Bharat Chakra Theme : এবারের থিমের নাম 'ভ্রান্তি'। আগের বছরের রেশ টেনেই এবারের থিম নির্বাচন।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দমদম পার্ক ভারতচক্র ( Dumdum Park Bharat Chakra )। উত্তর কলকাতার জনপ্রিয় পুজো ( Durga Puja 2023 )। প্রতিবার মণ্ডপ সজ্জায় বিশেষ ভাবনার সাক্ষর রাখে এই পুজো কমিটি। গত বছর এই পুজোর থিম ছিল 'অন্তর্লীন'। আর এ বছর দমদম পার্ক ভারতচক্র পুজো মণ্ডপের সজ্জায় যেন গত বছরেরই অনুরণন। এবারের থিমের নাম 'ভ্রান্তি'। আগের বছরের রেশ টেনেই এবারের থিম নির্বাচন।
এই পৃথিবীতে প্রত্যেকের ভাগ্যের সুতোই বাঁধা অন্য কারও হাতে। যে ভাবছে আমিই সকলকে সুতোর টানে নাচাচ্ছি, সে-ও কিন্তু আবার কারও হাতের পুতুল। পুতুল-নাচের দুনিয়ার মাধ্যমে সেই ভাবনারই প্রকাশ ঘটছে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপে। ক্ষমতা নিয়ে মানুষের এই যে ভ্রান্তি- সেটাই এবার মণ্ডপসজ্জার থিম।
পুজো কমিটির তরফে জানানো হল, আসলে মানুষ ক্ষমতায় বলীয়ান হয়ে নিজেকে সর্বেসর্বা মনে করে। মনে করে, সেই সবাইকে নাচাচ্ছে। এমনকী ঈশ্বরকে পর্যন্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আসলে মানুষের কোনও ক্ষমতাই নেই। আদতে সকলেই ঈশ্বরের হাতের পুতুল। পরমাপ্রকৃতির অঙ্গুলি হেলনে মানুষের ভাগ্য বদলায়।
মণ্ডপের যে বিশালত্ব তা আদতেই নজরকাড়া। এই মন্ডপজুড়ে এবার দেখা যাবে বহু পুতুল। আর সেই পুতুলের নাচ মুগ্ধ করবে দর্শনার্থীদের।
২০২১ সালে দমদম পার্ক ভারতচক্রের পুজোর থিম ছিল কৃষক আন্দোলন, যা ফুটিয়ে তুলতেই প্যান্ডেলের একাংশে করা হয়েছিল জুতোর ইনস্টলেশন। পুজোর মুখে তাই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে শৈল্পিক ভাবনায় ও অনন্যতায় তা মন কে়ড়ে নেয় দর্শকদের।
পঞ্জিকামতে, এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।
এক নজরে এবারের পুজোর নির্ঘণ্ট :
বারের দুর্গাপুজোর (Durga Puja Time) নির্ঘণ্ট :
মহাষষ্ঠী : ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী : ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী : ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
সন্ধিপুজো : সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি।
মহানবমী: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী: ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।
(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)