Indira Jaising: আগাগোড়া চাঁচাছোলা ভাষায় সওয়াল, কবে কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা? যা জানালেন ইন্দিরা জয়সিংহ...
Supreme Court: রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন।
কলকাতা: আর জি কর কাণ্ডের জেরে ধর্ষণবিরোধী পৃথক বিল এনেছে রাজ্যের সরকার। ধর্ষণ এবং ধর্ষণ করে খুনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে তাতে। সেই আবহেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা অভিজ্ঞ আইনজীবী ইন্দিরা জয়সিংহকে নিজেদের আইনজীবী নিয়োগ করেন সুপ্রিম কোর্টে। বরাবর ধর্ষণের বিরুদ্ধে সওয়াল করে আসা ইন্দিরা সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়েরও সমালোচনা করেন। তাই জুনিয়র ডাক্তারদের হয়ে আদালতে কী সওয়াল করেন ইন্দিরা, সেদিকে তাকিয়ে ছিলেন সকলে। মঙ্গলবার দুপুরেই সেই মুহূর্ত এল, যেখানে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন তিনি। (Indira Jaising)
এদিন সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দীও আদালতে সওয়াল করেন। তিনি জানান, রোগীমৃত্যু নিয়ে সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রাজ্য যে দাবি করছে, তা অসত্য। সিনিয়র চিকিৎসকরা ওভারটাইম ডিউটি করছেন। অথচ বলা দাবি করা হচ্ছিল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। সত্যিই কি সবকিছু স্বাভাবিক রয়েছে? করুণাকে পাল্টা প্রশ্ন করেন প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে হাসপাতালগুলিতে চুক্তিভিত্তিক নিরাপত্তার রক্ষী নিয়োগের বিষয়টি তুলে ধরেন করুণা। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ও সিভিক ভলান্টিয়ার ছিল। তাই বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী নিয়োগ কতটা যুক্তিযুক্ত, প্রশ্ন তোলেন তিনি। (Supreme Court)
এ প্রসঙ্গে করুণাকে সমর্থন করেন ইন্দিরাও। চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীর পরিবর্তে পুলিশকর্মী নিয়োগের দাবি জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেননি বলে যখন অভিযোগ করেন রাজ্যের আইনজীবী কপিল সিবল, ইন্দিরাকে বলতে শোনা যায়, "এটা ভুল কথা। আমরা জানিয়েছি, কাজে যোগদান করব।" রাজ্যের তরফে কপিল জানান, নিরাপত্তার সবরকম ব্যবস্থা করছে রাজ্য। ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে, তাও সুনিশ্চিত করবে রাজ্য। কিন্তু ইন্দিরার দাবি ছিল, রাজ্যে ভয়ের বাতাবরণ রয়েছে।"
জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলে যাতে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয়, এদিন আদালতের কাছে সেই আশ্বাস চান ইন্দিরা। সিবল জানান, মুখ্যমন্ত্রীর আগেই আশ্বাস দিয়েছেন সেই মর্মে। কিন্তু ইন্দিরা বলেন, "হাসপাতালে কী ঘটছে, তার উপর নজরদারি চলে। কিন্তু আমার আশঙ্কা এই ঘটনার সঙ্গে যুক্ত অনেকেই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। তাই ভয়ের যথেষ্ট কারণ রয়েছে।"
ইন্দিরা আরও বলেন, "জুনিয়র ডাক্তারদের মতে, যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁরা এখনও রয়েছেন হাসপাতালে। কাজে যোগ দিলে জুনিয়র ডাক্তারদের উপর প্রতিশোধ তোলা হতে পারে। " আজ অথবা কাল বৈঠক করে জুনিয়র ডাক্তাররা কাজে ফেরা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আদালতে জানান ইন্দিরা। তবে ঠিক কবে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা, এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো সম্ভব নয় বলে জানিয়ে দেন।
শুধু তাই নয়, এদিন আদালতে ইন্দিরা জানান, ঘটনার দিন সেমিনার রুমে যাঁরা ভিড় করেছিলেন, তাঁদের নাম তাঁর কাছে রয়েছে। কিন্তু সকলের সামনে আদালতে তা প্রকাশ করতে চান না তিনি। বন্ধ খামে জমা দিতে পারেন।
আরও পড়ুন: RG Kar Case: CBI বলছে ২৭ মিনিট, ৭-৮ ঘণ্টা বলে দাবি রাজ্যের, RG করের CCTV ফুটেজ নিয়ে বিতর্ক