Jorabagan News: তিন দিন ধরে বন্ধ পরিষেবা, পানীয় জলটুকুও নেই! জোড়াবাগানে পথ অবরোধ স্থানীয়দের
Kolkata News: স্থানীয়দের দাবি, গত তিন দিন ধরে এলাকায় জলের সরবরাহ বন্ধ। পানীয় জল তো নেই-ই, গঙ্গার জলের সরবরাহও বন্ধ।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: জোড়াবাগান (Jorabagan News) এলাকায় পুরসভার পানীয় জল সরবরাহ ৩ দিন ধরে বন্ধ। চূড়ান্ত সমস্যায় বিডন স্ট্রিট, কোম্পানি বাগান, নিমতলা স্ট্রিট এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত তিনদিন ধরে গঙ্গার জল সরবরাহ বন্ধ। দেখা দিয়েছে জলসঙ্কট (Water Supply)।
তিনদিন ধরে বন্ধ জল পরিষেবা, দাবি জোড়াবাগানের বাসিন্দাদের
জল সঙ্কট নিয়ে শনিবার প্রতিবাদে বিডন স্ট্রিট ও রবীন্দ্র সরণি ও নিমতলা স্ট্রিটের সংযোগস্থলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা (Kolkata News)। অবরোধের জেরে যানজট তৈরি হয়। পৌরসভাকে (Kolkata Municipal Corporation) জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। এ নিয়ে পৌরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি (Road Block)।
স্থানীয়দের দাবি, গত তিন দিন ধরে এলাকায় জলের সরবরাহ বন্ধ। পানীয় জল তো নেই-ই, গঙ্গার জলের সরবরাহও বন্ধ। তাতে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। তাই প্রতিবাদে রাস্তা অবরোধে নেমেছেন তাঁরা। এমন চললে ছট পুজোতেও প্রভাব পড়বে বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুন: East Burdwan: বেপরোয়া লরি পিষে দিল দাঁড়িয়ে থাকা লরির চালককে, গলসিতে ভয়াবহ দুর্ঘটনা
এ দিন সকালে এমন অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়। রবীন্দ্র সরণি অবরুদ্ধ হয়ে পড়ায় সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ সংলগ্ন সমস্তা রাস্তার অবস্থাই বেহাল। অফিস টাইমে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। অন্য ঘুরপথে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে সাহায্য় করছেন তাঁরা। কিন্তু খুব একটা সুরাহা হচ্ছে না। যাত্রীভর্তি বাস, ট্যাক্সি থমকে দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। যাত্রীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, দুই ঘণ্টার বেশি যানজটে আটকে রয়েছেন তাঁরা। গাড়ি একচুলও এগোতে পারছে না বলে দাবি তাঁদের।
সকাল থেকে পথ অবরোধ, যানজটে হেনস্থার শিকার যাত্রীরা
কিন্তু নিজেদের দাবিতে অনড় স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কারও বাড়িতে জল আসছে না। বাড়ির কাজকর্ম সব বন্ধ। খাওয়ার জলটুকু মিলছে না। কিন্তু কারও কোনও হুঁশ নেই বলে দাবি তাঁদের। জল পরিষেবা স্বাভাবিক না হলে তাঁরা সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন সকলে।
তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পৌরসভা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সত্য কিনা, তা হলে, কবে স্বাভাবিক হবে জল পরিষেবা, তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তাই অনিশ্চয়তায় ভুগছেন স্থানীয় মানুষ জন। এলাকার বাসিন্দাদের অনেকেই ছট পুজো করেন। তার মধ্যে জল না ফিরলে পুজো করবেন কী করে, তাও ভাবাচ্ছে তাঁদের।