Malda Hospital Fire: হাসপাতালে আগুন আতঙ্ক, বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড! শ্বাসকষ্ট শুরু রোগীদের
হাসপাতালের পাশে আবর্জনার স্তূপ থেকে আগুন, ব্যাপক চাঞ্চল্য

অভিজিৎ চৌধুরী, মালদা: হাসপাতালে আগুন আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। আতঙ্কে ছুটে পালাতে শুরু করলেন রোগীরা। আতঙ্ক ছড়ালো চিকিৎসক নার্সদের মধ্যেও।ধোয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকের শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি।
হাসপাতালের পাশে আবর্জনা স্তুপের আগুন থেকেই ছড়ায় এই আতঙ্ক। ঘটনাস্থলে আসে দমকল। নিয়ন্ত্রণে আসে আগুন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনার স্তুপ। সেখানেই কোনও ভাবে আগুন লেগে যায়। তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। ধোঁয়ার বীভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিত ভাবে বাইরে বের করার। তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িক ভাবে অসুস্থ বোধ করেন।
আরও পড়ুন, প্রয়াগের গঙ্গায় মলমূত্র থেকে বাড়ছে ব্যাক্টেরিয়া! চরম বিপদের আশঙ্কা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের
হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন। সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর দেওয়া হয় দমকলকে। তারপর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে হাসপাতালে জৈব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জায়গায় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গিয়েছিল।
হাসপাতালের আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রাস্তা। সেখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইনজেকশন এর সিরিঞ্জ। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন? যদিও সকল রোগী নিরাপদে রয়েছেন বলেই জানা গেছে।
কিছু দিন আগেই বিতর্কে সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই হাসপাতাল। বিতর্কের মুখে এবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন ব্যবহার বন্ধ করেছিল মালদা জেলা স্বাস্থ্য দফতর। জেলার সমস্ত সরকারি হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এই কোম্পানির রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের স্টক। তার আগে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দিতে দেখা যায় রোগীদের। খবর সম্প্রচার হওয়ার পরেই নড়েচড়ে বলে মালদা জেলার স্বাস্থ্য দফতর। এরপরই স্বাস্থ্য দফতরের তরফে মৌখিকভাবে জেলার সমস্ত হাসপাতালকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন ব্যবহার করতে নিষেধ করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
