HS Examination: পিছোচ্ছে না উপনির্বাচনের দিন, কাল উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা
HS Examination: উপনির্বাচনের দিন পিছনোর আর্জি জানিয়ে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যান তৃণমূলের প্রতিনিধিরা। কিন্তু কমিশনের তরফে ভোট পিছনোর যে সম্ভাবনা নেই, এদিন ফের তা স্পষ্ট হয়ে যায়।
![HS Examination: পিছোচ্ছে না উপনির্বাচনের দিন, কাল উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা Mamata banerjee hints Rescheduling of higher-secondary examination as EC declined to defer asansol, ballyganj bypoll HS Examination: পিছোচ্ছে না উপনির্বাচনের দিন, কাল উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/16/d283f77dd4fa3c9f6b297c8d791ed225_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ,কলকাতা ও দিল্লি : JEE মেনের জেরে পিছোল ISC। JEE মেনের পরিবর্তিত সূচি ও রাজ্যে উপনির্বাচনের জন্য ফের অদলবদল হতে পারে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Examination) সূচিতে। আগামীকাল সংশোধিত নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন। ১৬ এপ্রিল দুই কেন্দ্রের ভোট গণনা।
নির্ঘণ্ট বদলে সর্বভারতীয় প্রবেশিকা JEE মেনের সূচিতে বদল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ২৫ এপ্রিল ৩টি পরীক্ষা পড়ে গেছে। JEE Main, ISC-র ইংরেজি এবং উচ্চ মাধ্যমিকের ভূগোল, স্ট্যাটিস্টিকস, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।একই দিনে বিভিন্ন পরীক্ষা সংঘাতের জেরে ISC পরীক্ষা শুরু হচ্ছে ২৬ এপ্রিল। ২৫ এপ্রিল যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা হবে ২ মে। ৬ জুনের পরিবর্তে পরীক্ষা শেষ হবে ১৩ জুন।
দিল্লি বোর্ডের মতো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচিতেও যে রদবদল করা হতে পারে, সেই ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে নতুন তারিখ ঘোষণা করা হবে। এর আগের উচ্চ মাধ্যমিকের সংশোধিত নির্ঘণ্ট অনুযায়ী, ১২ এপ্রিল অর্থাৎ উপনির্বাচনের দিন কোনও পরীক্ষা নেই। কিন্তু তার আগে ও পরের দিন অর্থাৎ ১১ এপ্রিল পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্ট্য়ান্সি এবং ১৩ এপ্রিল রসায়ন, সাংবাদিকতা ও জনসংযোগ, সংস্কৃত, পারসিক, আরবি, ফরাসি ভাষার মতো উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয়ের পরীক্ষা।
এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে নিজের স্কুলে। সূত্রের খবর, উপ নির্বাচনের জন্য দুটি কেন্দ্রে ভোটের ৩ দিন আগে থেকে স্কুলগুলিকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এই পরিস্থিতিতে উপনির্বাচনের দিন পিছনোর আর্জি জানিয়ে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যান তৃণমূলের প্রতিনিধিরা। কিন্তু কমিশনের তরফে ভোট পিছনোর যে সম্ভাবনা নেই, এদিন ফের তা স্পষ্ট হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেছেন, আমরা ১২ এপ্রিল তারিখে ভোট বাতিলের আর্জি জানাই। ইসি বলেছে, সাংবিধানিক সঙ্কট হবে। কারণ ৬ মাসের মধ্যে নির্বাচন করতে হবে। রাজ্য সরকার ও হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সঙ্গে কথা বলে সমাধান খুঁজতে বলেছে।
সরকারি সূত্রে খবর, উচ্চ মাধ্যমিকের সূচি বদলের প্রস্তাব পাঠানো হয়েছে, নবান্নে। দ্বিতীয়বার রদবদল ঘটিয়ে বৃহস্পতিবার নতুন পরীক্ষা সূচি ঘোষণা হতে পারে। এরই মধ্যে বুধবার শেষ হল এবছরের মাধ্যমিক পরীক্ষা।
করোনার জেরে, গত বছর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক এমনকি দিল্লি বোর্ডেরও কোনও পরীক্ষা হয়নি। দুবছর পর নিজের স্কুলে সশরীরে হাজির থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষা শুরুর দুসপ্তাহ আগেও নির্ঘণ্ট নিয়ে অনিশ্চয়তা উদ্বেগে রাখল রাজ্যের ৮ লক্ষ পরীক্ষার্থীকে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)