Ration Card: বাতিল নয়, পুজোর মুখে ৬২ লক্ষের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত রাজ্য সরকারের
Deactivation Of Card: পুজোর মুখে ৬২ লক্ষেরও বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করল রাজ্য সরকার। ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ কথা বিধানসভায় জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
আশাবুল হোসেন, কলকাতা: পুজোর (Durga Puja) মুখে ৬২ লক্ষেরও বেশি রেশন কার্ড (raiton card) নিষ্ক্রিয় (deactivate) করল রাজ্য সরকার (state government)। ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ কথা বিধানসভায় জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অস্তিত্বহীন, মৃত ও ভুয়ো মিলিয়ে ৬২ লক্ষ ২৪ হাজারের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, জানালেন তিনি। এতেই শেষ নয়। রেশন কার্ড নিয়ে এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে, জানিয়েছেন তিনি।
কী বললেন খাদ্যমন্ত্রী?
বাতিল নয়, নিষ্ক্রিয়! পরে বিষয়টি বুঝিয়ে বলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। তাঁর ব্যাখ্যা, যে ৬২ লক্ষ ২৪ হাজার রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে তাতে কোনও ভুল হয়ে থাকলে ফের সংশ্লিষ্ট ব্যক্তির কার্ড সক্রিয় করা যেতে পারে। ভুল অর্থে নিয়ম মেনে যাঁর রেশন পাওয়ার কথা কিন্তু পেলেন না, তাঁদের ক্ষেত্রে নতুন করে এই কার্ড সক্রিয় করা যাবে। তা হলে কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রে কী মাপকাঠি অনুসরণ করা হয়েছে? খাদ্যমন্ত্রীর কথায়, কেউ যদি স্বেচ্ছায় কার্ড 'সারেন্ডার' করেন, কোনও উপভোক্তার যদি মৃত্যু হয় বা কোনও কারণে উপভোক্তা যদি রেশন নিতে আগ্রহী না হন, সেই সব ক্ষেত্রে এই কার্ড নিষ্ক্রিয় হবে। কেউ যদি দীর্ঘ দিন ধরে কার্ডে রেশন না তোলেন, সেক্ষেত্রেও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা। তবে স্রেফ যে ৬২ লক্ষ ২৪ হাজার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, তা-ই নয়। একই সময়ে 'দুয়ারে সরকার' ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে ২৬ লক্ষ নতুন রেশন কার্ড তৈরিও করা হয়েছে, জানালেন রথীন ঘোষ। খাদ্যমন্ত্রীর দাবি, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় কার্ডের সংখ্যা ৮ কোটি ৯৭ লক্ষ। তবে তাঁর যুক্তি, ভুয়ো রেশন কার্ডের 'ক্লিনসিং'-র এই প্রক্রিয়া চলতে থাকবে। উল্লেখ্য, হালেই রেশন কার্ড গ্রাহকদের জন্য খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষ থেকে বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল।
কী সুবিধা...
বিশেষ দুই ধরনের রেশন কার্ডগ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন, জানিয়েছিল সরকার। বিশেষ ভরতুকি-সহ ময়দা, চিনি ও তেল মিলবে। ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। যেখানে ১ কেজি ভরতুকিযুক্ত ময়দা পাওয়া যাবে ২৯ টাকা কিলো দরে। ১ কিলো ভরতুকিযুক্ত চিনি মিলবে ৩২ টাকা কেজি দরে। ১ লিটার কাচ্চিঘানি সরষের তেল ১৬৬ টাকা ও ৫০০ মিলিলিটার ৮৯ টাকায় পাওয়া যাবে। পাম ওয়েল ১ লিটার ১৩৮ টাকা ও ৫০০ মিলিলিটার ৭০ টাকায় পাওয়া যাবে। অন্ত্যোদয় অন্নযোজনা ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডগ্রাহক পরিবারগুলি এই সুযোগ সুবিধা পাবেন। বাড়তি সুবিধা না পেলেও অগ্রাধিকার প্রাপ্ত (PHH)ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ কার্ডগ্রাহকরা বাড়তি সুবিধা না পেলেও চলতি দরেই রেশন পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট- www.food.gov.in, টোল ফ্রি ফোন নম্বর- 1967/ 18003455505 (সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পরিষেবা পাবেন) ও হোয়াটসঅ্যাপ নম্বর - 9903055505-তে পাবেন সব বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিস্তারিত তথ্য হাতের মুঠোয় পেতে খাদ্যসাথী আমার রেশন অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করে নিতে পারেন।
আরও পড়ুন:রাজ্য সরকারি কর্মীদের বড় জয়, ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টের