Winter Weather Update : পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, জোড়া প্রভাবে শীত গায়েব হবে?
Weather Update Report: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ।
![Winter Weather Update : পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, জোড়া প্রভাবে শীত গায়েব হবে? Weather Update Report: Get to know about weather forecast of West Bengal Winter district today from West Bengal 6 December Winter Weather Update : পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, জোড়া প্রভাবে শীত গায়েব হবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/c7a3261e6618d1fc20b9f879283fa7c0167029554426553_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : কলকাতায় সামান্য বাড়লো তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত শীতের আমেজ কলকাতা সহ রাজ্যে। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা সামান্য নামতে পারে কোথাও কোথাও। শুক্রবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে।
- কলকাতায় আজ পরিষ্কার আকাশ।
- জলীয় বাষ্প কম শুষ্ক আবহাওয়া।
- সকাল এবং সন্ধে শীতের আমেজ।
- আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি।
- গতকাল এই তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
- এ মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪ ডিসেম্বর ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে।
- গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ পয়েন্ট ৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ।
আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এর অভিমুখ তামিলনাডু পন্ডিচেরি উপকূল।
আবহাওয়াবিদরা মনে করছেন, তামিলনাড়ু ও পদুচেরি উপকূলে এটি শুক্রবার সকালে পৌঁছে গেলেও স্থলভাগ আছড়ে নাও পড়তে পারে। বরং উপকূলের কাছাকাছি এটি শক্তি হারাতে পারে। এর প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে। স্থলভাগের কাছাকাছি এর গতিবেগ প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গের আবহাওয়া
স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা । আপাতত সেই তাপমাত্রায় কোন পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে, অনুমান আবহাওয়া দফতরের। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এই মুহূর্তে কলকাতা বা জেলা কোথাও তেমনভাবে নেই বলে অনুমান । বইবে উত্তুরে হওয়া। জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে। আগামী দু-তিন দিনভর শীতের আমেজ বজায় থাকবে।
আরও পড়ুন :
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ম্যানডাউস, কোথায় কোথায় ভারী বৃষ্টি?
ঘূর্ণিঝড় ম্যানডাউসের প্রভাব
বুধবার রাত থেকেই তামিলনাডু পদুচেরি, করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়তে শুরু করবে। ভারী বৃষ্টি এমনকি ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার এই দমকা ঝড়ো হওয়ার পরিমাণ আরো বাড়বে। সকালের দিকে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই মুহূর্তে এই ঘূর্ণিঝড় বা ম্যানডাউসের গতিবেগ ৭০ থেকে ৯০ সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনি - রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। শনিবারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। দমকা ঝড়ো হাওয়া ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত বইবে অন্ধ্রপ্রদেশ এর দক্ষিণভাগ এবং তামিলনাড়ু পন্ডিচেরি ও করাই কাল জেলার উপকূলের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)