West Bengal Live Blog: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক', পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal Live Updates: রাজ্য থেকে দেশ, সমস্ত খবর দেখে নিন এক নজরে
LIVE

Background
Mahakumbh 2025: VVIP-দের জন্য বিশেষ ব্যবস্থা, সাধারণের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন
VVIP-রা বিমানে-চার্টার্ড ফ্লাইটে যাচ্ছেন, দামি তাঁবুতে থাকছেন, নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন। কিন্তু সাধারণ মানুষের দিকে নজর কোথায়? তাদেরই কেন কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে প্রাণ দিতে হয়, তাঁদেরই কেন ট্রেনে চাপতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে? গতকালের ঘটনার পর ফের জোরালো হয়ে উঠল এই প্রশ্নটাই।
West Bengal Live News Update: জীবনতলার কার্তুজ-কাণ্ডে এবার তৃণমূল-যোগ
জীবনতলার কার্তুজ-কাণ্ডে এবার তৃণমূল-যোগ। ধৃত আবদুল সেলিম গাজি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তৃণমূলের দাবি ২০২১ সালে বিজেপিতে যোগ দেয় আবদুল। অন্যদিকে, ধৃত আশিক ইকবাল গাজির স্ত্রী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ধৃত ফারুক মল্লিকও তৃণমূলকর্মী। তাঁর বাবার অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তাঁর ছেলে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Kolkata Update: বিবাদী বাগের দোকান থেকে কীভাবে ধৃতদের হাতে চলে গেল আইনি অস্ত্র?
নজরদারির অভাবেই কি যত কাণ্ড? বিবাদী বাগের দোকান থেকে কীভাবে ধৃতদের হাতে চলে গেল আইনি অস্ত্র? জীবনতলায় শয়ে শয়ে কার্তুজ উদ্ধার হওয়ার পর উঠতে শুরু করেছে এই প্রশ্নই।
New Delhi Stamped: নয়া দিল্লি স্টেশনে পদপিষ্টের মতো ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর
আশঙ্কা দেখা দিয়েছিল আগেই। গত কয়েকদিন ধরেই প্রয়াগরাজগামী ট্রেন ও বিভিন্ন স্টেশনে ধরা পড়ছিল অসম্ভব ভিড়ের ছবি। তাহলে কি সেইসব ঘটনা থেকে কোনও শিক্ষাই নিল না রেল? আর সেই গাফিলতির জেরেই কি নয়া দিল্লি স্টেশনে পদপিষ্টের মতো ঘটনা ঘটল? এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Kolkata News: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। লরির চাকার পিষ্ট বাবা-মা-মেয়ে। দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে স্কুটারে করে আসছিল একই পরিবারের ৩ জন। মালঞ্চের কাছে স্কুটারে ধাক্কা মারে লরি, মৃত্যু হয় ৩ জনের। মৃত ৩ জনের দেহ বারাসাত হাসপাতালে পাঠাল পুলিশ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
