West Bengal News Live: সালিশি সভা ডেকে মাতব্বরি তৃণমূলকর্মীর, বেধড়ক মারধর করলেন তরুণ-তরুণীকে
West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে এই লিঙ্কে ।
LIVE
Background
কলকাতা: সালিশি সভা ডেকে মাতব্বরি তৃণমূলকর্মীর। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বেধড়ক মারধর করলেন তরুণ-তরুণীকে। অচৈতন্য তরুণীর চুলের মুঠি ধরে মারলেন লাথি। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য চোপড়ায়। গুন্ডার মাধ্যমে বিচারের বুলডোজার চালাচ্ছে তৃণমূল, মন্তব্য মহম্মদ সেলিমের। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিজেপির। ঘটনার কথা স্বীকার করেছে তৃণমূল।
সল্টলেকে স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন। বেধড়ক মারধরের পর প্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয় রাস্তায়। 'স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে', চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের। আটকাতে যাওয়ায় ঠাকুমাকেও মারধরের হুমকি
West Bengal News LIVE Updates: ক্রেতা সেজে ফের সোনার দোকানে ডাকাতি
ক্রেতা সেজে ফের সোনার দোকানে ডাকাতি। এবার ঘটনাস্থল হুগলির বেগমপুর। দোকানের CC ক্যামেরায় ধরা পড়েছে ডাকাতির দৃশ্য়। দোকাম মালিকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WB News LIVE Updates: কলকাতা পুলিশ কমিশনারেরও অপসারণ চান রাজ্যপাল
রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে কর্মরত মহিলা কর্মীর অভিযোগ। অনুসন্ধানের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে হচ্ছিল অনুসন্ধান। ডিসি সেন্ট্রালের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারেরও অপসারণ চান রাজ্যপাল। কেন্দ্রকে চিঠি সিভি আনন্দ বোসের, রাজভবন সূত্রের খবর।
West Bengal News LIVE Updates: চোপড়ায় সালিশি সভায় মাতব্বরি, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী
চোপড়ায় সালিশি সভায় মাতব্বরি, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মী তাজিমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করল পুলিশ। সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মার, স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। আক্রান্তকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে, সোশাল মিডিয়ায় পোস্ট ইসলামপুর পুলিশ জেলার।
WB News LIVE Updates: নজরে শহরের ভোট
লোকসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে শহুরে ভোটারদের একটা বড় অংশ। পুরসভাভিত্তিক ফলাফলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। এবার সেটাকেই মূলধন করে রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। বিদ্যুতের বিল, অগ্নিনির্বাপন ব্যবস্থার মতো ইস্যু নিয়ে শহরের ভোটারদের কাছে পৌঁছচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা।
West Bengal News LIVE Updates: 'চোর' পোস্টারে তরজা
দুর্গাপুরের অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের নামে পড়ল চোর লেখা পোস্টার। তৃণমূলের অভিযোগ, পোস্টার মেরেছে বিজেপি। পাল্টা এই ঘটনাকে তৃণমূলের অন্তর্দন্দ্ব বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব।