West Bengal news Live Updates : নিউটাউনে ফের গতির বলি, বাইক আরোহী তরুণীর মৃত্যু
West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।
LIVE

Background
West Bengal Live News Updates: গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডব
গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডব। বাঁশ-লাঠি নিয়ে হামলা। আহত ৩। হামলাকারীরাও দলের, মানলেন কাউন্সিলর।
WB Live News Updates: পশ্চিম বর্ধমানের কাঁকসায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি
পশ্চিম বর্ধমানের কাঁকসায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। 'ধৃত মহম্মদ হাবিবুল্লা বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সদস্য। বিশেষ অ্যাপের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত হাবিবুল্লা। আনসার-আল-ইসলাম ওরফে শাহদাদ বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠন'। পাকিস্তান-সহ বিশ্বের নানা প্রান্তে রয়েছে শাহদাদের মডিউল, খবর এসটিএফ সূত্রে।
West Bengal Live News Updates: নিউটাউনে ফের গতির বলি, বাইক আরোহী তরুণীর মৃত্যু
নিউটাউনে ফের গতির বলি, বাইক আরোহী তরুণীর মৃত্যু। ইকো পার্কের কাছে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে ধাক্কা বাইকের। ট্যাক্সিতে ধাক্কা বাইকের, নিহত তরুণী, আহত চালক। নিহত ত্রিয়াসী পালের বাড়ি হুগলির চুঁচুড়ায়। নিউটাউনের নারকেল বাগানের দিক থেকে যাওয়ার সময় দুর্ঘটনা।
NTA DG Update: এন্ট্রান্স-কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, অপসারিত NTA-এর ডিজি
এন্ট্রান্স-কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, অপসারিত NTA-এর ডিজি। নিট-নেট নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই অপসারিত NTA-এর ডিজি। কম্পালসারি ওয়েটিংয়ে NTA-এর ডিজি সুবোধ কুমার সিংহ। আপাতত NTA-এর ডিজির দায়িত্বে প্রদীপ কুমার খারোলা।
West Bengal Live News Updates: শিয়ালদা ডিভিশনের আরও তিনটি প্ল্যাটফর্ম থেকে শুরু হল ১২ কামরার লোকাল ট্রেনের যাতায়াত
শিয়ালদা ডিভিশনের আরও তিনটি প্ল্যাটফর্ম থেকে শুরু হল ১২ কামরার লোকাল ট্রেনের যাতায়াত। রেলের হিসেব অনুযায়ী, ১২ বগির ট্রেন চালু হলে প্রায় হাজার জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন। আগামী সপ্তাহে খুলে যেতে পারে আরও ২টি প্ল্যাটফর্ম, আশা রেলের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
