West Bengal News Live : সল্টলেকে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অনশন তুলে দিল পুলিশ
West Bengal News : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর একনজরে।
LIVE
Background
Kolkata News Live : কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব কিনা জানতে মেডিক্যাল বোর্ড গড়বে ইএসআই
ভরসা নেই এসএসকেএম-এ। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব কিনা জানতে মেডিক্যাল বোর্ড গড়বে ইএসআই। নির্দেশ কোর্টের। এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ কংগ্রেসের।
WB News : হাজরায় চাকরির দাবিতে ফের বিক্ষোভ
সল্টলেকে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অনশন তুলে দিল পুলিশ। হাজরায় চাকরির দাবিতে ফের বিক্ষোভ।
WB News Update : বড়বাজারের কটন স্ট্রিটে দোকানে আগুন
বড়বাজারের কটন স্ট্রিটে দোকানে আগুন
ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
WB News : মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআরের দাবি, অভিযোগপত্র শুভেন্দুর
চারের বদলে আটজনকে গ্রেফতারির মন্তব্য। মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআরের দাবি জানিয়ে ওসিকে অভিযোগপত্র শুভেন্দুর। পদক্ষেপ না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি।
WB Kunal Ghosh : কাঁহাতক আপনি দলকে ডিফেন্ড করবেন : কুণাল ঘোষ
একের পর এক মামলায় আদালতে ধাক্কা খাচ্ছে তৃণমূল সরকার। পরপর সামনে আসা দুর্নীতির অভিযোগ এবং তাতে নেতাদের গ্রেফতারি নিয়ে, তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে মুখপাত্রদের অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন কুণাল ঘোষ। এবিপি আনন্দকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে তিনি বলেন, মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কাঁহাতক আপনি দলকে ডিফেন্ড করবেন!