(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live : দায়িত্ব নিয়েই মাড়গ্রামে বীরভূমের নতুন পুলিশ সুপার
West Bengal News Live Updates: এক নজরে প্রতি মুহূর্তের সবচেয়ে বড় খবর
LIVE
Background
আজকের শিরোনাম ( Morning Headlines )
১। পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে ফের বিজেপিতে ( BJP ) ভাঙন। তৃণমূল কংগ্রেসে ( TMC ) যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক ( BJP MLA ) । ক্যামাক স্ট্রিটে অভিষেকের ( Abhishek Banerjee ) অফিসে যোগদান। বিজেপির আরও ১৩ বিধায়ক ক্যামাক স্ট্রিটের দরজায় অপেক্ষা করছেন, ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের।
৩। জন বার্লার সঙ্গে মতপার্থক্যে দলত্যাগ, জানালেন সুমন কাঞ্জিলাল ( Suman Kanjilal ) । পূর্ণ সহযোগিতা করেছি, পাল্টা বিজেপি সাংসদ। আলিপুরদুয়ারের মানুষের কাছে ক্ষমা চাইব, প্রতিক্রিয়া শমীকের।
৪। পঞ্চায়েত ভোটের আগে রক্তাক্ত বীরভূম ( Birbhum ) । মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই ও তাঁর সঙ্গী। এসএসকেএমে মৃত্যু লাল্টু শেখের। গ্রেফতার ৬।
৫। মাড়গ্রামে জোড়া মৃত্যু, অপসারিত বীরভূমের পুলিশ সুপার। সরানো হল রাজ্য পুলিশ ডিরেক্টরেটের ওএসডি পদে। দায়িত্বে ভাস্কর মুখোপাধ্যায়।
৬। মাড়গ্রামে খুনের পরেই কংগ্রেস নেতার বাড়ি ভাঙচুর। নেপথ্যে কংগ্রেস, দাবি পরিবারের। মাওবাদী তত্ত্ব ফিরহাদের। তৃণমূলের সঙ্গেই মাও-যোগ, পাল্টা শমীক ভট্টাচার্য।
৭। বাসন্তীতে বোমা বিস্ফোরণ, প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। বোমা বাঁধছিল পঞ্চায়েত প্রধানের অনুগামীরা, দাবি আমঝাড়া পঞ্চায়েতের তৃণমূল সদস্যের। ভিত্তিহীন, দাবি তৃণমূলের প্রধানের।
৮। প্রার্থী নিয়ে সংঘাতে উত্তপ্ত রতুয়া, ঝরল রক্ত। বাংলায় সংঘর্ষ ছাড়া নির্বাচন হয় না, কটাক্ষ দিলীপের। একদমই স্থানীয় স্তরের ঘটনা, প্রতিক্রিয়া কুণালের।
৯। বোমার মশলা সাপ্লাই করছে বিজেপি, ব্যবহৃত হচ্ছে ডিফেন্সের গোডাউনের মশলা। বিস্ফোরক ফিরহাদ। ফিরহাদের অফিসেও মিলবে বোমা, পাল্টা দিলীপ ( Dilip Ghosh ) ।
১০। হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র রতুয়া। বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতির সঙ্গে প্রাক্তন সভাপতির সংঘাত। ভাঙচুর নির্বাচনী ক্যাম্প, বাইক।
WB News Live: ত্রিপুরায় নির্বাচনী সভা থেকে তৃণমূলের নিয়ে নীরব অমিত শাহ
বিধানসভা ভোটের প্রচারে আজ ত্রিপুরায় গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করলেন না অমিত শাহ। আক্রমণ করলেন শুধুই বাম এবং কংগ্রেসকে! যা নিয়ে ফের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম।
West Bengal Mamata News: ফের একে অপরকে আক্রমণ শানালেন বৈশাখী বন্দ্য়োপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়
অভিযোগ, পাল্টা অভিযোগ। আক্রমণ, পাল্টা আক্রামণ। ব্য়ক্তিগত জীবনের গণ্ডি পেরিয়ে ফের একে অপরকে আক্রমণ শানালেন বৈশাখী বন্দ্য়োপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়।
WB News Live: দায়িত্ব নিয়েই মাড়গ্রামে বীরভূমের নতুন পুলিশ সুপার
দায়িত্ব নিয়েই মাড়গ্রামে বীরভূমের নতুন পুলিশ সুপার। বোমা বিস্ফোরণে তৃণমূল নেতার ভাই-সহ ২জনের মৃত্যুর ঘটনায় গেলেন মাড়গ্রামে।
West Bengal Mamata News: বিজেপি ছেড়ে তৃণমূলের পথে আরও অনেকে? চড়ছে জল্পনা
আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের দল ছাড়ার পরে, বিজেপির বিধায়ক সংখ্য়া কমে দাঁড়িয়েছে ৬৯-তে। তৃণমূল দাবি করছে, লাইনে আছেন আরও ১৩ জন। কিন্তু তাঁরা কারা? এই নিয়েই মাথাচাড়া দিয়েছে নতুন জল্পনা। বিজেপি নেতৃত্ব অবশ্য় বিধায়কের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ।
WB News Live: মাধ্যমিকের নজরদারিতে এবার মোবাইল অ্যাপ
মাধ্যমিকের নজরদারিতে এবার মোবাইল অ্যাপ। কেন্দ্রীয়ভাবে অ্যাপের মাধ্যমে পরীক্ষায় নজরদারি। প্রশ্ন কখন এল, কখন খোলা হল প্রশ্নপত্রের প্যাকেট? পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য অ্যাপের মাধ্যমে পাবে পর্ষদ। কীভাবে অ্যাপের ব্যবহার? বৈঠক ডেকে বিজ্ঞপ্তি দিল পর্ষদ। ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।