West Bengal News Live :বকেয়া ইস্যুতে এবার তৃণমূলের নতুন কর্মসূচি- 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো'
West Bengal Top News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
West Bengal News Live Updates : ১০০ দিনের কাজে, আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই কলকাতায় ঘুরে গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি
১০০ দিনের কাজে, আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই কলকাতায় ঘুরে গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তাঁকে তৃণমূলের ধর্নামঞ্চে আহ্বান জানালেন শশী পাঁজা। এক সরকারের সঙ্গে আরেক সরকারের কথা হয় টেবিলে, ধর্নামঞ্চে নয়। পাল্টা বললেন কেন্দ্রীর প্রতিমন্ত্রী। পরে তাঁকে রাজভবনে বৈঠকের প্রস্তাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সাংবাদিক বৈঠক করেই শহর ছেড়েছেন সাধ্বী নিরঞ্জন।
WB News Live : নিম্নচাপ পাড়ি দিয়েছে ওপার বাংলায়
নিম্নচাপ পাড়ি দিয়েছে ওপার বাংলায়। তবে তার প্রভাবে এপার বাংলার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টি হতে পারে। বর্ষা বিদায়ের আগে আশ্বিনের ধারাপাতে ভাসছে বেশ কিছু জেলা। পুজোর আনন্দটাই মাটি হতে বসেছে বহু মানুষের।
West Bengal News Live Updates : বকেয়ার দাবিতে দার্জিলিং গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের
বকেয়ার দাবিতে দার্জিলিং গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের। বাংলার মানুষের স্বার্থে বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানাবেন রাজ্যপাল, খবর রাজভবন সূত্রে। 'রাজ্যের ১০০ দিনের বকেয়া নিয়ে তৃণমূলের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন রাজ্যপাল, রাজ্যপাল বলেছেন দাবি মেটানোর চেষ্টা করবেন, রাজনৈতিক বাধা থাকলে কিছু করতে পারবেন না, দার্জিলিঙে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কলকাতায় তৃণমূলের ধর্না, দার্জিলিঙে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ৩ প্রতিনিধি। খুব তাড়াতাড়ি কলকাতায় আসবেন রাজ্যপাল, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যপাল', বকেয়া ইস্যুতে দার্জিলিঙে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের ভবিষ্যৎ নেতা, বলেছেন রাজ্যপাল, দাবি কল্যাণের।
WB News Live : নিম্নচাপের টানা বৃষ্টি আর দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকার কৃষিজমি
নিম্নচাপের টানা বৃষ্টি আর দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। মাঠেই নষ্ট হচ্ছে ফসল। পুজোর মুখে বাজারে জোগান কমে যাওয়ায়, চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম। বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার।
West Bengal News Live Updates : বকেয়া ইস্যুতে এবার তৃণমূলের নতুন কর্মসূচি- 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো'
বকেয়া ইস্যুতে এবার তৃণমূলের নতুন কর্মসূচি- 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো'। রাজভবনের সামনে ধর্নামঞ্চ থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানের পরেই, বিজেপির রাজ্য সভাপতির কাছে কী ধরনের ফোন আসছে, তা বলে একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন সুকান্ত মজুমদার।