WB News Live Updates: পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে কিছুটা ছাড় দিল রাজ্য নির্বাচন কমিশন
Get the latest West Bengal News and Live Updates: ২৩ জেলার সব খবরের চটজলদি আপডেট
LIVE

Background
West Bengal News Live : দুঃখ পেলেও দলের সৈনিক হয়ে থাকতে হবে, বার্তা ফিরহাদের
প্রার্থী নিয়ে অব্যাহত বিক্ষোভ। কামারহাটি, খড়দায় অবরোধ,বিক্ষোভ। দুঃখ পেলেও দলের সৈনিক হয়ে থাকতে হবে, বার্তা ফিরহাদের।
WB News Live : ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ঘোষণা না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ
ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ। বিজেপি পার্টি অফিসের সামনে কর্মীদের একাংশের বিক্ষোভ। ২৯টি ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত ১২, ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা হয়নি।
West Bengal News Live : পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে কিছুটা ছাড় দিল রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে কিছুটা ছাড় দিল রাজ্য নির্বাচন কমিশন। ‘পোলিং এজেন্ট বুথভিত্তিক না করে ওয়ার্ড ভিত্তিক করা হোক’। রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানায় বিরোধীরা। পোলিং এজেন্ট নিয়ে বিজ্ঞপ্তি জারি কমিশনের। ‘একটি বুথ হলে সেই বুথেরই পোলিং এজেন্ট হতে হবে’। ‘একের বেশি বুথ থাকলে ওই ভোটকেন্দ্রের যে কোনও বুথ থেকে পোলিং এজেন্ট’। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন
WB News Live : ৪টি পুরসভার ভোট নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান
৪টি পুরসভার ভোট নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান। ভোট পিছোনো নিয়ে কমিশনের প্রতি আদালত কোনও সুনির্দিষ্ট নির্দেশ দেয়নি। প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি। ‘আদালত ৪ থেকে ৬ সপ্তাহ পিছোনোর পরামর্শ দিলেও , কমিশন ৩ সপ্তাহ পিছিয়েছে, তাই এক্ষেত্রে আদালত অবমাননা হয়েছে’। আদালতে দাবি মামলাকারীর।
‘আদালত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছিল’। ‘সেই কাজ তারা আদালতের নির্দেশ মেনে করেছে’। আদালতে সওয়াল কমিশনের।
West Bengal News Live : প্রার্থী ঘোষণার আগেই মাথাভাঙায় বিজেপির হয়ে মনোনয়ন ৫প্রার্থীর
প্রার্থী ঘোষণার আগেই মাথাভাঙায় বিজেপির হয়ে মনোনয়ন। আগেভাগেই মাথাভাঙায় বিজেপির হয়ে ৫প্রার্থীর মনোনয়ন। সন্ত্রাসের আশঙ্কায় আগেভাগে মনোনয়ন বলে দাবি প্রার্থীদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
