WB News Live Updates: পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে কিছুটা ছাড় দিল রাজ্য নির্বাচন কমিশন
Get the latest West Bengal News and Live Updates: ২৩ জেলার সব খবরের চটজলদি আপডেট
LIVE
Background
কলকাতা : এক নজরে রাজ্যের হেডলাইনস
- আজ রাজ্যে অর্ধদিবস ছুটি। রবীন্দ্রসদনে (Rabindra Sadan) সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন। ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজবে লতার গান।
- রাজ্যে দৈনিক সংক্রমণ (Daily Covid Infection) হাজারের নীচে নামলেও, মৃত্যুতে উদ্বেগ। টানা ২৩ দিন বাংলায় মৃত্যু ৩০ পার। কলকাতায় (Kolkata) মৃত্যু ১৪ জনের। সংক্রমণ শীর্ষে উত্তর ২৪ পরগনা।
- প্রার্থী তালিকা নিয়ে শাসকদলে নজিরবিহীন বিক্ষোভের মধ্যেই, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় শ্যুটআউট। অল্পের জন্য রক্ষা পেলেন এক তৃণমূল প্রার্থী! পুরভোটের মুখে অর্জুন সিংহের খাস তালুকে এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। শাসকের গোষ্ঠী কোন্দলেই হামলা। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
- পুরভোটে প্রার্থীপদ নিয়ে অসন্তোষ অব্যাহত তৃণমূলের অন্দরে। উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। পানিহাটিতে ওয়ার্ড বদল হওয়ায় ক্ষুব্ধ এক প্রার্থী। বারাসাতের হৃদয়পুরে আবার এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী
- পছন্দের লোককে দুই ওয়ার্ডে প্রার্থী না করায়, নিজের প্রার্থী পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ঘোষণা করলেন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি। দলে থাকবেন কি না, সেবিষয়েও ভাবনাচিন্তা করছেন বলে জানিয়েছেন তিনি। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। কটাক্ষ করেছে বিজেপি।
- প্রার্থীপদ বাতিলের দাবিতে জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ। তার কয়েক ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহার করতে চাইলেন ইসলামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। দলীয় কোন্দলেই নাম প্রত্যাহার, দাবি করেছে বিজেপি। শারীরিক অসুস্থতার জন্য প্রার্থী হতে চান না, পাল্টা দাবি তৃণমূলের।
- পুরভোটে টিকিট পেয়েও প্রার্থীপদ প্রত্যাখ্যান! তৃণমূলে বেনজির বিক্ষোভের মধ্যে ব্যতিক্রমী ঘটনা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। পুরভোটের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন শাসকদলের দুই প্রার্থী। দলের দাবি, অন্যের প্ররোচনায় অজান্তেই প্রার্থী করা হয়েছিল তাঁদের। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
- প্রার্থী হতে না পেরে এবার গারুলিয়ায় তৃণমূলে ভাঙন। দলবল নিয়ে বিজেপিতে যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর ও এক তৃণমূল নেতা। টিকিট না পেয়েই বিজেপিতে যোগদান, জানিয়েছেন তৃণমূলত্যাগী দুই নেতা-নেত্রী। তৃণমূল সম্মান না দেওয়ায় দলত্যাগ, দাবি বিজেপির। মন্তব্যে নারাজ শাসকদল
West Bengal News Live : দুঃখ পেলেও দলের সৈনিক হয়ে থাকতে হবে, বার্তা ফিরহাদের
প্রার্থী নিয়ে অব্যাহত বিক্ষোভ। কামারহাটি, খড়দায় অবরোধ,বিক্ষোভ। দুঃখ পেলেও দলের সৈনিক হয়ে থাকতে হবে, বার্তা ফিরহাদের।
WB News Live : ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ঘোষণা না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ
ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ। বিজেপি পার্টি অফিসের সামনে কর্মীদের একাংশের বিক্ষোভ। ২৯টি ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত ১২, ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা হয়নি।
West Bengal News Live : পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে কিছুটা ছাড় দিল রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে কিছুটা ছাড় দিল রাজ্য নির্বাচন কমিশন। ‘পোলিং এজেন্ট বুথভিত্তিক না করে ওয়ার্ড ভিত্তিক করা হোক’। রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানায় বিরোধীরা। পোলিং এজেন্ট নিয়ে বিজ্ঞপ্তি জারি কমিশনের। ‘একটি বুথ হলে সেই বুথেরই পোলিং এজেন্ট হতে হবে’। ‘একের বেশি বুথ থাকলে ওই ভোটকেন্দ্রের যে কোনও বুথ থেকে পোলিং এজেন্ট’। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন
WB News Live : ৪টি পুরসভার ভোট নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান
৪টি পুরসভার ভোট নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান। ভোট পিছোনো নিয়ে কমিশনের প্রতি আদালত কোনও সুনির্দিষ্ট নির্দেশ দেয়নি। প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি। ‘আদালত ৪ থেকে ৬ সপ্তাহ পিছোনোর পরামর্শ দিলেও , কমিশন ৩ সপ্তাহ পিছিয়েছে, তাই এক্ষেত্রে আদালত অবমাননা হয়েছে’। আদালতে দাবি মামলাকারীর।
‘আদালত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছিল’। ‘সেই কাজ তারা আদালতের নির্দেশ মেনে করেছে’। আদালতে সওয়াল কমিশনের।
West Bengal News Live : প্রার্থী ঘোষণার আগেই মাথাভাঙায় বিজেপির হয়ে মনোনয়ন ৫প্রার্থীর
প্রার্থী ঘোষণার আগেই মাথাভাঙায় বিজেপির হয়ে মনোনয়ন। আগেভাগেই মাথাভাঙায় বিজেপির হয়ে ৫প্রার্থীর মনোনয়ন। সন্ত্রাসের আশঙ্কায় আগেভাগে মনোনয়ন বলে দাবি প্রার্থীদের