West Bengal News Live Updates: ভোট ঘোষণা আগে কাল বঙ্গ রাজনীতিতে সুপার সানডে
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পরে আজ শিলিগুড়ি। ৯ দিনে বঙ্গে নরেন্দ্র মোদির চতুর্থ সভা (Narendra Modi)। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পর কাওয়াখালিতে জনসভা।
দুর্নীতি-দখলদারি থেকে সন্ত্রাস, বিরামহীন অভিযোগ। ফাঁসিয়েছে দলের লোকেরাই, জেরায় বিস্ফোরক দাবি শাহজাহানের, দাবি সিবিআই সূত্রে। (Sheikh Shahjahan)
ইডি-র ওপর হামলাকারী কারা? ছবি দেখে ঘনিষ্ঠদের চেনালেন শাহজাহান নিজেই, খবর সিবিআই সূত্রে। মিনাখাঁ থানায় রাখা ইডির ক্ষতিগ্রস্ত গাড়ি পরীক্ষা সেন্ট্রাল ফরেন্সিকের। (Sandeshkhali Case)
কোন দিক থেকে কীভাবে হামলা? সরেজমিনে সন্দেশখালিতে একের পর এক শাহজাহান-ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই। থ্রি ডি স্ক্যানার নিয়ে ৫ জানুয়ারির ঘটনার পুনর্নির্মাণ।
ফের শাহজাহানের ডেরায় সিবিআই, সঙ্গে ইডি, সিএএফএসএল। সিল করা তালা খুলে বাড়িতে তল্লাশি, অফিসেও হানা। ৩৬০ ডিগ্রিতে ছবি তুলল স্ক্যানার ক্যামেরা।
সিবিআইয়ের হাতে শাহজাহানের কল ডিটেলস। ইডির ওপর হামলার সময় বাড়িতেই ছিলেন মাস্টারমাইন্ড, ৩ মিনিটে ২৮টি ফোন, দাবি কেন্দ্রীয় এজেন্সির।
ইডি-র ওপর হামলার দিনই শাহজাহানের সঙ্গে ফোনে কথা, স্বীকার তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর। সিবিআই হেফাজতে শাহজাহান, এখনও অব্যাহত শাগরেদদের তোলাবাজি!
রবিবার ন্যাজাটে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি হাইকোর্টের। অনুমতি না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন? সভা আটকাতেই সভাস্থলে ১৪৪ ধারা? রাজ্য সরকারকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর।
রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তৃণমূলনেত্রী। জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন দলের নেতা-কর্মীরা।
এক দশক পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। '২৫ থেকে দ্বাদশে ২টি সিমেস্টার। একাদশে চালু চলতি বছরেই। কোন সিলেবাসে, কীভাবে পরীক্ষা, বৃহস্পতিবার জানাবে সংসদ।
WB News Live Updates: কাল ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভা
কাল ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভা। তার আগে আজ সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তৃণমূলের ব্রিগেডের সভায় থাকছে র্যাম্প। মঞ্চ থেকে সোজা জনতার মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। তৃণমূলের সভা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।
Ram Navami 2024: রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য় সরকারের
এবার রামনবমীতে (Ram Navami 2024) ছুটি ঘোষণা রাজ্য় সরকারের ( West Bengal State Government)। '১৭ এপ্রিল রামনবমীর দিন সরকারি কর্মীদের ছুটি', বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের। এনআই অ্য়াক্টে রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য়ের।
PM Modi: ভোটের দামামা বাজিয়ে একদিনে ৪ রাজ্যে নরেন্দ্র মোদি
ভোটের দামামা বাজিয়ে একদিনে ৪ রাজ্যে নরেন্দ্র মোদি। ভোরে কাজিরাঙায় হাতির পিঠে জঙ্গল সাফারি। পরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। অসম, অরুণাচল হয়ে এলেন বাংলায়। সভা করলেন শিলিগুড়িতে। তারপর রাতে বারাণসী পৌঁছে ২৮ কিলোমিটার রোড শো। সবশেষে মন্দিরে গিয়ে পুজো। ভোটের মুখে দিনভর মোদি শো
EC Lok Sabha Polls 2024: লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফা
লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফা। ২০২৭ পর্যন্ত মেয়াদ ছিল অরুণ গোয়েলের। তিনদিন পরেই জম্মু-কাশ্মীর যাওয়ার কথা অরুণ গোয়েলদের। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কলকাতায় এসেছিলেন অরুণ গোয়েল। পশ্চিমবঙ্গ থেকে ফেরার দু'দিনের মধ্য়েই কেন ইস্তফা, কারণ ঘিরে ধোঁয়াশা। মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া কমিশনে তো আর কেউ রইলেন না, পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের। একজন নির্বাচন কমিশনার পদ এমনিতেই ফাঁকা, বিষয়টি খুবই উদ্বেগের, পোস্ট সাকেত গোখলের।
WB News Live Updates: ভোট ঘোষণা আগে কাল বঙ্গ রাজনীতিতে সুপার সানডে
ভোট ঘোষণা আগে কাল বঙ্গ রাজনীতিতে সুপার সানডে। ব্রিগেডে জনগর্জন তৃণমূলের। সন্দেশখালিতে সভা শুভেন্দু-সুকান্তর। রাজ্যজুড়ে প্রতিবাদ সভা সিপিএমের।