West Bengal Live Updates: বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ কেন্দ্রের, মানিকতলায় পিটিয়ে খুনের অভিযোগ
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে। চোখ রাখুন এই প্রতিবেদনটিতে
LIVE
Background
কলকাতা: বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ কেন্দ্রের। বর্তমান ফলক পরিবর্তনের নির্দেশ শিক্ষামন্ত্রকের। বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি শিক্ষামন্ত্রকের। বর্তমানে যে ফলক আছে তা পরিবর্তিত করতে হবে, উল্লেখ চিঠিতে। নতুন ফলকে আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রীর নাম থাকবে না, নির্দেশ শিক্ষামন্ত্রকের। থাকবে না উপাচার্যর নামও, উল্লেখ শিক্ষামন্ত্রকের পাঠানো চিঠিতে। নতুন ফলকে কী লেখা হবে তা ঠিক করতে কর্তৃপক্ষকে কমিটি গড়ার নির্দেশও দিয়েছে শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রকের চিঠি পাওয়ার পরেই ৪ জন অধ্যাপককে নিয়ে কমিটি গড়েছে বিশ্বভারতী।
আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে মৃতের ময়নাতদন্ত করতে চেয়ে মৃতের পরিবারকে নোটিস। ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে আবেদন জানিয়ে মৃতের বাড়িতে নোটিস। কাউকে না পেয়ে মৃত অশোক সিংহর বাড়িতে নোটিস পুলিশের।
মানিকতলায় পিটিয়ে খুনের অভিযোগ।অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু পুলিশের।পরশু রাতে গ্যারাজের মধ্যে মেকানিক অনিল রজককে পিটিয়ে খুনের অভিযোগ। সাট্টা-জুয়ার প্রতিবাদ করায় পিটিয়ে খুন করা হয়, অভিযোগ পরিবারের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 'অনিল রজকের সঙ্গে দুষ্কৃতীদের আগেও মারামারি হয়। ৩ জনের মধ্যে একজনকে মারধর করেন অনিল। প্রতিশোধ নিতে পরশু রাতে পাল্টা অনিলকে মারধর করে ৩ দুষ্কৃতী', পড়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয় অনিল রজকের, দাবি পুলিশ সূত্রের। অনিলের পেটে ১ লিটার মদ পাওয়া গেছে, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ।
তৃণমূল নেতাকে গুলি করে খুন, একের পর এক গ্রামে আগুন, অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। এদিকে ঘটনার তিন দিন পরও অধরা অভিযুক্তরা। এখনও পুরুষশূন্য দলুয়াখাকি গ্রাম। তৃণমূল নেতাকে খুনে জড়িত সন্দেহে আগেই পিটিয়ে খুন করা হয়েছে সাহাবুদ্দিন লস্করকে। আরেক অভিযুক্ত সাহারুল শেখ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে ঘটনার সিসি ফুটেজ থাকলেও, খুনের ৭২ ঘণ্টা পরেও বাকি ৩ সন্দেহভাজন অধরা।
জয়নগরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে শ্যুটআউট! জমি নিয়ে পরিবারিক বিবাদের জেরে আত্মীয়কেই গুলি করে খুনের অভিযোগ উঠল। ভাইফোঁটার দিন দিদির শ্বশুরবাড়িতে জমি বিবাদের নিষ্পত্তি করতে গিয়ে মৃত্যু হল ভাইয়ের। নিহত মিঠুন সর্দারের বাড়ি উস্তি থানার সাতঘড়া এলাকায়। বহুদিন তাঁর দিদির শ্বশুরবাড়ির একটি জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল জমির বাউন্ডারির পাঁচিল ভাঙতে যান তাঁদেরই আত্মীয় পরেশ মণ্ডল ও অজয় মণ্ডল। তখনই মিঠুন সর্দারকে ডেকে পাঠান তাঁর দিদি। অভিযোগ, বচসা চলাকালীন প্রথমে ইট ছোড়া হয়। তারপরই আচমকা গুলি চালিয়ে দেওয়া হয়। মৃত্যু হয় মিঠুন সর্দারের। এক অভিযুক্ত পরেশ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
সকালের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এক ঝলকে: West Bengal News Live Updates: বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি শিক্ষামন্ত্রকের
WB News Live Blog: ফের খারিজ হয়ে গেল মানিক ভট্টাচার্যের জামিনের আর্জি
ফের খারিজ হয়ে গেল মানিক ভট্টাচার্যের জামিনের আর্জি। তাঁকে জামিন দিলে ইডির তদন্তে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিচারপতির। এদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির দায় এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দিকে ঠেলার চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।
WB News Live Blog Update: দলের হুইপ মানেননি আমডাঙার পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান
দলের হুইপ মানেননি আমডাঙার পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান। আক্রান্ত দলীয় নেতার বিরুদ্ধেই টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ তুলেছিলেন খোদ তৃণমূল বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন আক্রান্ত তৃণমূল নেতা।
WB News Live Blog: জয়নগরকাণ্ডের মধ্যেই এবার আমডাঙায় তৃণমূল নেতার ওপর হামলা
জয়নগরে তৃণমূল নেতা খুনের মধ্যেই এবার আমডাঙায় আক্রান্ত তৃণমূল। বোমায় গুরুতর আহত আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। জয়নগরকাণ্ডের মধ্যেই এবার আমডাঙায় তৃণমূল নেতার ওপর হামলা। হাটে যাওয়ার পথে আমডাঙার পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে মুহুর্মুহু বোমা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মহম্মদ রূপচাঁদ মণ্ডল।
WB News Live Blog Update: আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব। মৃত অশোক সিংহ যে দোকানে কাজ করতেন, তার মালিককে তলব। আমহার্স্ট স্ট্রিটের পটুয়াতলা লেনে শরদ জয়সওয়ালের খোঁজে পুলিশ। শরদকে না পেয়ে বাড়িতে থানায় হাজিরার নোটিস।
WB News Live Blog: বোমায় গুরুতর আহত আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান
জয়নগরে তৃণমূল নেতা খুনের মধ্যেই এবার আমডাঙায় আক্রান্ত তৃণমূল। বোমায় গুরুতর আহত আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। জয়নগরকাণ্ডের মধ্যেই এবার আমডাঙায় তৃণমূল নেতার ওপর হামলা। হাটে যাওয়ার পথে আমডাঙার পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে মুহুর্মুহু বোমা।