West Bengal Live Updates: বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ কেন্দ্রের, মানিকতলায় পিটিয়ে খুনের অভিযোগ
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে। চোখ রাখুন এই প্রতিবেদনটিতে
LIVE

Background
WB News Live Blog: ফের খারিজ হয়ে গেল মানিক ভট্টাচার্যের জামিনের আর্জি
ফের খারিজ হয়ে গেল মানিক ভট্টাচার্যের জামিনের আর্জি। তাঁকে জামিন দিলে ইডির তদন্তে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিচারপতির। এদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির দায় এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দিকে ঠেলার চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।
WB News Live Blog Update: দলের হুইপ মানেননি আমডাঙার পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান
দলের হুইপ মানেননি আমডাঙার পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান। আক্রান্ত দলীয় নেতার বিরুদ্ধেই টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ তুলেছিলেন খোদ তৃণমূল বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন আক্রান্ত তৃণমূল নেতা।
WB News Live Blog: জয়নগরকাণ্ডের মধ্যেই এবার আমডাঙায় তৃণমূল নেতার ওপর হামলা
জয়নগরে তৃণমূল নেতা খুনের মধ্যেই এবার আমডাঙায় আক্রান্ত তৃণমূল। বোমায় গুরুতর আহত আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। জয়নগরকাণ্ডের মধ্যেই এবার আমডাঙায় তৃণমূল নেতার ওপর হামলা। হাটে যাওয়ার পথে আমডাঙার পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে মুহুর্মুহু বোমা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মহম্মদ রূপচাঁদ মণ্ডল।
WB News Live Blog Update: আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব। মৃত অশোক সিংহ যে দোকানে কাজ করতেন, তার মালিককে তলব। আমহার্স্ট স্ট্রিটের পটুয়াতলা লেনে শরদ জয়সওয়ালের খোঁজে পুলিশ। শরদকে না পেয়ে বাড়িতে থানায় হাজিরার নোটিস।
WB News Live Blog: বোমায় গুরুতর আহত আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান
জয়নগরে তৃণমূল নেতা খুনের মধ্যেই এবার আমডাঙায় আক্রান্ত তৃণমূল। বোমায় গুরুতর আহত আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। জয়নগরকাণ্ডের মধ্যেই এবার আমডাঙায় তৃণমূল নেতার ওপর হামলা। হাটে যাওয়ার পথে আমডাঙার পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে মুহুর্মুহু বোমা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
