West Bengal News Live Updates: গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূলকর্মী খুন, মানলেন খোদ বিধায়ক
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
Makar Sankranti 2025: আজ মকর সংক্রান্তি, প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান
আজ মকর সংক্রান্তি। প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর, ডুব সাগরে পুণ্যস্নান। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। মাহেন্দ্রক্ষণে সূর্য প্রণাম করতে সামিল কোটি কোটি মানুষ। শীত উপেক্ষা করেই পুণ্যস্নান। পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার।
Malda News: গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূলকর্মী খুন, মানলেন খোদ বিধায়ক
গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূলকর্মী খুন, মানলেন খোদ বিধায়ক। দলে বাড়ছে অসৎ লোকের সংখ্যা, বিস্ফোরক তৃণমূল বিধায়ক। বললেন, 'এ বলছে সভাপতি হবে, ও বলছে সভাপতি হবে, তাই সংঘাত। দলের শীর্ষ নেতৃত্বের কথা কেউ শুনছে না।'
Saline Death: বিষাক্ত রিঙ্কার ল্যাকটেটেই বিপত্তি, স্যালাইনকাণ্ডে প্রাথমিক রিপোর্টে সন্দেহ
বিষাক্ত রিঙ্কার ল্যাকটেটেই বিপত্তি। স্যালাইনকাণ্ডে প্রাথমিক রিপোর্টে সন্দেহ। 'রিঙ্গার ল্যাকেট বিশুদ্ধ না থাকার কারণেই বিপত্তি বলে সন্দেহ। মেডিসিন বিভাগের রোগীদেরও RL স্যালাইন দেওয়ার পর জ্বর-কাঁপুনি', স্যালাইন কাণ্ডের তদন্ত রিপোর্টে উল্লেখ, খবর সূত্রের।
Saline Death: 'বিষাক্ত' স্যালাইনের বলি প্রসূতি, এবার তদন্তে CID
'বিষাক্ত' স্যালাইনের বলি প্রসূতি, এবার তদন্তে CID. কার গাফিলতিতে প্রসূতিদের বিতর্কিত RL স্যালাইন? কর্নাটকে ব্ল্যাকলিস্টেড, তাও কীভাবে বাংলায় সেই 'বিষাক্ত' স্যালাইন? কেন সরকারি হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশে এত সময়? মার্চেই কর্নাটকে নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের RL স্যালাইন। তাও কীভাবে বাংলার সরকারি হাসপাতালে তার ব্যবহার?
SSC Case: নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের, মুখে 'ওয়াশি মেশিন' বুলি
শিক্ষা নিয়োগ-দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরুর দিনই চাঞ্চল্যকর দাবি করলেন কুন্তল ঘোষ। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে তাঁর দাবি, রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসানো হয়েছে। যারা ওয়াশিং মেশিনে গেছে, তাঁরা ছাড় পেয়েছে। নামও বাদ পড়েছে। বিচার প্রক্রিয়ার সময় আদালতকে এই তথ্য দেবেন বলে জানান কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত কুন্তলের দাবি, তদন্ত চলাকালীন সমস্ত নাম জানিয়েছিলেন। কিন্তু ওয়াশিং মেশিনে যাওয়া নামগুলি বাদ দেওয়া হয়েছে। কাদের নাম বাদ দেওয়া হয়েছে? প্রশ্নের মুখে কুলুপ এঁটেছেন নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
