IAS Success Story : একবার না পারলে সব শেষ নয়, পাঁচবারের বার ফার্স্ট হন অণুদীপ
গ্র্যাজুয়েশন চলাকালীনই অণুদীপ ঠিক করেন তিনি IAS হবেন। আর সফল হওয়ার পর তাঁর উপলব্ধি, উত্তর লেখার অনুশীলনে আরও জোর দিলে প্রথম প্রথম অসফল হয়তো হতেন না।
![IAS Success Story : একবার না পারলে সব শেষ নয়, পাঁচবারের বার ফার্স্ট হন অণুদীপ IAS Success Story: Know the inspiring story of IAS Topper Anudeep Durisheety who cleared UPSC exam in Fifth attempt IAS Success Story : একবার না পারলে সব শেষ নয়, পাঁচবারের বার ফার্স্ট হন অণুদীপ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/18/6a01319d526bdaf1f3b6945a95cdb9ed_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS, তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? তবে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। আজ থাকল IAS অণুদীপ দুরিশেট্টির সংগ্রাম কাহিনি।
বাড়ি তেলাঙ্গানা। ছোট্ট জায়গা মেটপল্লি থেকে উঠে আসা। গ্র্যাজুয়েশন রাজস্থান থেকে। গ্র্যাজুয়েশন চলাকালীনই IAS হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্ন সাকার করতে শুরু করেন প্রস্তুতিও। ২০১২ সালে প্রথমবার বসেন পরীক্ষায়। ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত পৌঁছেও যান। তবে শেষরক্ষা হয়নি।
পরেরবার আবার বসেন পরীক্ষায়। পাশ করেন । তবে র্যাঙ্ক কম থাকায় IRS - এ নির্বাচিত হন। কাস্টমস অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ় অফিসার হিসেবে যোগ দেন। বছর দুয়েক চাকরি করেন। কিন্তু লক্ষ্য যখন IAS, তখন প্রস্তুতিতে ছেদ পড়েনি। চেষ্টা চলতেই থাকে।
প্রথমবার যখন অসফল হন অনুদীপ, চাকরি নেন তখন। পরেরবারগুলিতে প্রস্তুতি চলাকালীন তিনি কিন্তু চাকরি ছেড়ে দেননি। কাজ করতে করতেই পড়েছেন। প্রস্তুতি নিয়েছেন। বারবার পরীক্ষায় বসেও কৃতকার্য না হওয়ায় লড়াই শক্ত ছিল। হাল ছাড়়েননি। ২০১৮-য় পঞ্চমবারের চেষ্টায় শুধু সফল হওয়া নয়, একেবারে চূড়ান্ত তালিকায় শীর্ষস্থান দখল করেন। লড়াইয়ে পাশে পেয়েছিলেন যাঁদের, কৃতজ্ঞতা জানিয়েছিলেন। IAS হিসেবে তাঁর টপ প্রায়োরিটি নারীসুরক্ষা নিশ্চিত করা। জানিয়েছিলেন অণুদীপ।
IAS Success Story: ব্যাকবেঞ্চার হওয়া মানেই সব শেষ নয়, IAS হওয়া যায়
সেবার ৯ লাখ ৫৭ হাজার ৫৯০ জন প্রিলিমিনারির জন্য আবেদন করেছিলেন। পরীক্ষায় বসেছিলেন ৪, ৫৬, ৬২৫ জন। তাঁদের মধ্যে মেন পরীক্ষার জন্য কোয়ালিফাই করেন ১৩,৩৬৬ জন। পাশ করেন ২,৫৬৮ জন। চূড়ান্ত তালিকায় নাম ওঠে ৯৯০ জনের। ৭৫০ জন পুরুষ এবং ২৪০ জন মহিলা। IAS, IFS, IPS- এই তিন ক্যাটেগরিতে পোস্টিং দেওয়া হয় তাঁদের।
অণুদীপের টিপস
- সিলেবাস সম্পর্কে সম্যক জ্ঞান অত্যন্ত জরুরি।
- এ এমন এক পরীক্ষা, যে কিছু কভার করলাম, কিছু ছেড়ে দিলাম - এমনটা করা যায় না।
- পড়তে হবে সবকিছুই।
- রিভিজ়ন আর উত্তর লেখার অনুশীলন করা অত্যন্ত জরুরি। উত্তর লেখা প্র্যাকটিস না করলে সফল হওয়া মুশকিল।
- সোর্স থাকুক সীমিত আর পড়া হোক বারবার
- অণুদীপের বক্তব্য, চাকরি করতে করতে পরীক্ষার প্রস্তুতি কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়। চাইলে করা সম্ভব। আর এক, দুবারে অসফল হলে হতাশ হওয়া উচিত নয়। সদিচ্ছা আর পরিশ্রমে সফলতা আসেই।
IAS Topper Success Story: বছর পাঁচেক বইয়ের মুখ দেখেননি, সংসার-বাচ্চা সামলেও সফল
তথ্যসূত্র ও ছবি - এবিপি হিন্দি লাইভ
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)