Education Loan: ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ মিলবে কো-ল্যাটারাল ছাড়াই ! এই সরকারি স্কিমে কীভাবে করবেন আবেদন ?
PM Vidyalakshmi Scheme: পিএম বিদ্যালক্ষ্মী স্কিম একটি মৌলিক স্বতন্ত্র ঋণ প্রকল্প যেখানে কোনও গ্যারান্টার বা কো-ল্যাটারাল ছাড়াই ঋণ পাওয়া যাবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত মিলবে শিক্ষা ঋণ।

PM Vidyalakshmi Scheme: ব্যাঙ্ক অফ বরোদা প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী স্কিমের অধীনে সম্প্রতি মেধাবী পড়ুয়াদের ঋণের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে শুরু করেছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে ভারতের পড়ুয়ারা যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে দেয়, তার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য এই ঋণের প্রকল্প শুরু করা হয়েছে।
একটি বিবৃতিতে এই পাবলিক সেক্টর ব্যাঙ্ক জানিয়েছে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী স্কিমের অধীনে অনলাইনেই ঘরে বসে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই শিক্ষা ঋণের জন্য আবেদন করতে পারবেন যে কোনও পড়ুয়া। তাদের আর্থিক প্রয়োজন সম্পূর্ণ করতে এই ব্যাঙ্কের ১২টি আলাদা আলাদা এডুকেশন লোন অ্যাপ্রুভ্যাল সেল রয়েছে এবং ১১৯টি রিটেইল অ্যাসেট প্রসেসিং সেল রয়েছে। এছাড়াও দেশে ৮৩০০টিরও বেশি শাখায় এই শিক্ষাঋণ দেওয়া হবে।
পিএম বিদ্যালক্ষ্মী স্কিম একটি মৌলিক স্বতন্ত্র ঋণ প্রকল্প যেখানে কোনও গ্যারান্টার বা কো-ল্যাটারাল ছাড়াই ঋণ পাওয়া যাবে। সম্পূর্ণরূপে ডিজিটাল অ্যাপ্লিকেশন প্রসেসের মাধ্যমে এই স্কিমে ঋণের জন্য আবেদন করা যায়। কোন কোর্সে পড়াশোনা করছে পড়ুয়া এবং কোন ব্যাঙ্ক থেকে ঋণ অনুমোদন হচ্ছে, তার উপর নির্ভর করে ঋণের অঙ্ক। সাধারণত ১০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় কোনও গ্যারান্টি ছাড়াই। ঋণ শোধের মেয়াদ শুরু হয়ে যায় যে কোর্সের জন্য ঋণ মঞ্জুর হয়েছে তা শেষ হওয়ার পর থেকে। আর এর সঙ্গে অতিরিক্ত ১ বছর গ্রেস পিরিয়ড থাকে।
কীভাবে করবেন আবেদন
বিদ্যালক্ষ্মী পোর্টালে যেতে হবে প্রথমে এবং তারপর সেখানেই ঋণের আবেদন করতে হবে।
প্রথমে রেজিস্টার করে লগ ইন করতে হবে এবং জেনারেল এডুকেশন লোনের আবেদনপত্র পূরণ করতে হবে।
বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে কী কী স্কিম মিলছে, কীসে বেশি সুবিধে তা দেখে নিয়ে আবেদন জমা করতে হবে।
কী কী সুবিধে দেয় সরকার
এই প্রকল্পের অধীনে ভারত সরকার সেই পরিবারের ছাত্রদের ঋণ দেয়, যাদের বার্ষিক পারিবারিক আয় 8 লাখ টাকা বা তার কম। প্রধানমন্ত্রী বিদ্যা লক্ষ্মী যোজনার অধীনে, যারা উচ্চ শিক্ষা নিতে চায় তাদের এই সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে সরকারের লক্ষ্য হল উচ্চ শিক্ষা গ্রহণের সময় দেশের সেই দরিদ্র ছাত্রদের আর্থিক অসুবিধাগুলি দূর করা। সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের জন্য 3% সুদে ভর্তুকি দিয়ে থাকে। অন্যদিকে, যে পরিবারগুলির বার্ষিক আয় 4.5 লক্ষ টাকা পর্যন্ত তাদের সুদের সম্পূর্ণ ছাড় দেওয়া হয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
