Amitabh Bachchan: 'হাসপাতালে ভর্তির খবর ভুয়ো..', সচিনের সঙ্গে ম্যাচ দেখার পর সব হেসে ওড়ালেন অমিতাভ
Amitabh Called Hospitalization Fake News : 'হাসপাতালে ভর্তির খবর ভুয়ো..', সচিনের সঙ্গে ম্যাচ দেখার পর সব হেসে ওড়ালেন অমিতাভ
মুম্বই: গতকাল আচমকাই খবর প্রকাশ্যে আসে যে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এখানেই শেষ নয়, শোনা যায় যে বিগ বি-র নাকি অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। মুহূর্তেই প্রার্থনায় বসে অনুরাগীদের দল। কিন্তু রাত পেরোতেই এবার প্রতিক্রিয়া দিলেন অমিতাভ বচ্চন। জানালেন, 'সব মিথ্যে।' তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরটা নাকি পুরোটাই গুজব !
মূলত শুক্রবার ছিল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ। খেলা ছিল মূলত মাজি মুম্বই বনাম টাইগার অব কলকাতা। আর সেই খেলার কিছু মুহূর্ত ভাইরাল হতেই প্রকাশ্যে এল অন্য ছবি। যেখানে দেখা গিয়েছে, অভিষেকের সঙ্গে খোশমেজাজে খেলা দেখছেন খোদ অমিতাভ বচ্চন। এদিকে পাশেই বসে সচিন তেন্ডুলকর। অমিতাভ বচ্চন স্পষ্টতই জানিয়েছেন, তাঁর হাসপাতালে ভর্তির খবর একেবারেই মিথ্যে। মূলত যেকোনও ধরণের গুজবই ভ্রাণ্ত ধারণা তৈরি করে। তবে এই প্রথমবার নয়, বলিউডে এর আগেও একাধিকবার কিছু ফেক নিউজ প্রকাশ্যে এসেছে। প্রথমে তা নিয়ে চিন্তা বাড়লেও পরে প্রকৃত সত্য বাইরে এসেছে।
T 4951 - pic.twitter.com/mlvUmA7cjX
— Amitabh Bachchan (@SrBachchan) March 15, 2024
তবে অতীতে প্রকৃতই একাধিকবার অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে এই বর্ষীয়ান বলিউড অভিনেতাকে। এমনকি চলতি বছরের শুরুতেই, তাঁর হাতে অস্ত্রোপচার হয়েছিল। যার ছবিও তিনি সেসময় প্রকাশ্যে এনেছিলেন। প্রতিবারই প্রিয় অভিনেতার অসুস্থতার খবর কোনওভাবে কানে পৌঁছলেই প্রার্থনায় বসে ভক্তরা।অতীতে তিনি তাঁর একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনয় জীবনে তাঁর একাধিক অস্ত্রোপচার হয়েছে। যার কিছু অংশ হাতেও রয়েছে। তবে এই সব কিছু তাঁকা দমিয়ে রাখতে পারেনি। বড় হাত ঢাকা পোশাকে নিচেই রয়েছে সেই সব সত্য । উল্লেখ্যযোগ্য, সম্প্রতি ৩৩ বছর বাদে সম্প্রতি 'থালাইভার ১৭০' ছবিতে তিনি রজনিকান্তের সঙ্গে কাজ করেছেন।
আরও পড়ুন, 'সিএএ-তে উপকৃত হবেন মাত্র ৩১ হাজার ৩১৩ জন..', শাহ-কে বড় প্রশ্ন সাকেতের
মার্চ মাসে হায়দ্রাবাদে প্রভাসের সঙ্গে 'কালকি ২৮৯৮ এডি' ছবির শুটিং করছেন, আচমকাই ব্যাক পেনের জেরে বেড রেস্টের নিতে হয়। যার জেরে ফের চুক্তি হয়ে যাওয়া কাজগুলি একটু পিছিয়ে যায়। সম্প্রতি তিনি এনিয়ে সোশ্যাল সাইটে উল্লেখও করেন। আর গতকালও অমিতাভের খবর পেয়ে, প্রার্থনা করেছেন তামাম অনুরাগীর দল।যদিও শেষ অবধি জানা গিয়েছে, বিগ বি-র অসুস্থ হওয়ার খবর পুরোটাই গুজব। তবে যাই হোক, সবশেষে বিগ বি ভাল আছেন, জেনে স্বস্তি ফ্যানেদেরও।