এক্সপ্লোর

Top Entertainment News Today: সাত পাকে বাঁধা পড়লেন 'বল্লভপুরের রাজা', বন্ধুর বিয়েতে এক ফ্রেমে শোভন-সোহিনী, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: ২২ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharyya Marriage)। বন্ধুর বিয়েতে একসঙ্গে এক ফ্রেমে দেখা মিলল শোভন গঙ্গোপাধ্যায় (Sovon Ganguly) ও সোহিনী সরকারের (Sohini Sarkar)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

বন্ধুর বিয়েতে এক ফ্রেমে শোভন-সোহিনী

তাঁদের প্রেম এখন টলিউডে রীতিমতো চর্চিত। কখনও প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার না করলেও, ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, প্রেম করছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। প্রেমিক? শোভন গঙ্গোপাধ্যায় (Shovon Ganguly)। বিভিন্ন সময়ে তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে। এমনকি একে অপরের বিশেষ দিনেও পাশাপাশি থাকছেন শোভন-সোহিনী। ২২ তারিখ, বন্ধুর বিয়েতে এক ফ্রেমে ধরা দিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন সোহিনী। সামাজিক অনুষ্ঠানেও পাশাপাশি দেখা গেল এই দুই শিল্পীকে। আর তবে কি, সম্পর্কের কথা স্বীকারই করে নিলেন শোভন-সোহিনী? উত্তর দেবে সময়।

সত্যমের 'রূপকথা'-র শুরু

সবাই যখন ব্যস্ত রামমন্দির উদ্বোধনের চর্চায়, তখন জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharyya)। দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন 'বল্লভপুরের রূপকথা' (Ballavpurer Rupkotha) খ্যাত অভিনেতা। নিজের সম্পর্ক নিয়ে কখনওই রাখঢাক করতে চাননি সত্যম। থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলেও, টলিউডে খুব বেশি ছবিতে অভিনয় করেননি শাশ্বতী। থিয়েটারের সঙ্গে যুক্ত সত্যমও। একই দলে অভিনয় করেন তাঁরা। তবে পাশাপাশি সত্যম এখন অভিনয় করছেন ওয়েব সিরিজ ও ছবিতেও। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। ২২ জানুয়ারি চার হাত এক হয় তাঁদের।

১৯ বছর পরে ফের 'স্কুলে গেলেন' অঙ্কুশ

তাঁর নতুন ছবি, প্রযোজনা নিয়ে রীতিমতো ব্যস্ত তিনি। এরমধ্যেই হঠাৎ বর্ধমানে গেলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নাহ, শ্যুটিংয়ের কাজে নয়, ফিরতেন তাঁর পুরনো স্কুলে! কিন্তু কেন? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। সেখানে দেখা যাচ্ছে, দুই প্রবীণের মধ্যে বসে রয়েছেন তিনি। সম্ভবত দর্শকাসনে। তাঁর চোখ মঞ্চের দিকে নিবদ্ধ। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, 'বর্ধমানের যে স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি, সেই স্কুলে ১৯ বছর পরে 'গেস্ট অফ অনার' হয়ে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ডানদিকে আমার বাবা আর আর বামদিনে আমার ভীষণ প্রিয় আর ভালবাসার মানুষ, আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। ভাবলাম আমার অনুরাগীদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নিই।'

ফের রুক্মিণীর বলিউড পাড়ি

একদিকে নতুন বাংলা ছবির শ্যুটিং চলছে, তার মধ্যেই নতুন হিন্দি ছবির শ্যুটিং করতে, বন্ধুর ডাকে মায়ানগরীতে হাজির হলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করে নিয়েছিলেন তিনি। তবে ঠিক কেমন চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে? ছবির নাম 'ক্র্যাক' (Crakk)। কেমন চরিত্রে দেখা যাবে নায়িকাকে? রুক্মিণী বলছেন, 'সনক-এ কাজ করার সময় থেকে বিদ্যুতের সঙ্গে একটা খুব ভাল বন্ধুত্ব তৈরি হয়েছিল। ও আমার পরিবারের মতোই হয়ে গিয়েছে। ও নতুন ছবি করছে, 'ক্র্যাক'। নিজের প্রযোজনাতেই। বিদ্যুতের সঙ্গে, নোরা ফতেহি (Nora Fatehi) রয়েছেন ছবিটায়। আমি অতিথি শিল্পী হিসেবে থাকব। বিদ্যুৎই জানিয়েছিল, একটা গান ও শ্যুট করতে চায় আমার সঙ্গে। না করিনি। বিদ্যুৎ অবশ্য দিন দুয়েকের সময় চেয়েছিল। আমার 'টেক্কা'-র শ্যুটিং চলছিল, ফলে মাত্র ১ বেলার ছুটি পেয়েছিলাম। তাতেই গানের শ্যুটিংটা শেষ করলাম।'

'এমার্জেন্সি' ছবির মুক্তির দিন ঘোষণা করলেন কঙ্গনা

তাঁর পরিচালিত, অভিনীত ও প্রযোজিত ছবি 'এমার্জেন্সি' (Emergency) মুক্তির দিন ঘোষণা করেছেন কঙ্গনা। ইন্দিরা গাঁধীর জীবনের ওপর এই ছবি তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রকাশ্যে এসে গিয়েছে ছবির লুকও। তবে এবার প্রকাশ্যে এল, 'এমার্জেন্সি'-র মুক্তির নতুন দিন। চলতি বছরের ১৪ জুন মুক্তি পাবে কঙ্গনার এই ছবি। প্রসঙ্গত, এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর নভেম্বর মাসেই। তবে সেই দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে কঙ্গনা প্রকাশ্যে আনলেন ছবি মুক্তির নতুন তারিখ। 

জি ফাইভে আসতে চলেছে 'স্যাম বাহাদুর' 

বক্স অফিসে বিপুল ব্যবসা করার পরে এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছে ভিকি কৌশল অভিনীত ছবি 'স্যাম বাহাদুর' (Sam Bahadur)। একইসঙ্গে মুক্তি পেয়েছিল রণবীর কপূর অভিনীত 'অ্যানিম্যাল' (Animal), তবে ব্যবসার নিরিখে স্যাম বাহাদুর খানিক পিছিয়ে থাকলেও সমালোচক এবং দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে এই ছবিটি। বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল ওটিটিতে আসতে চলেছে 'স্যাম বাহাদুর'। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। আগামী ৭৫তম প্রজাতন্ত্র দিবসে এই ছবিটির মাধ্যমেই অদম্য সাহসী ভারতীয় সেনাবাহিনীর 'আইকন' স্যাম মানেকশকে (Sam Manekshaw) শ্রদ্ধাজ্ঞাপন করা হবে বলে জানিয়েছেন জি ফাইভের চিফ বিজনেস অফিসার।

মাকে বাঁচাতে শ্যামলীকে বিয়ে করবে অনিকেত?

ধারাবাহিক (Bengali Serial) 'কোন গোপনে মন ভেসেছে'-তে নতুন মোড়। কিঞ্জলকে হত্যার দায় এসে পড়ে শ্যামলীর ওপর। ইচ্ছা করেই, নিজেদের বাঁচাতে, শ্যামলীকে ফাঁসাতে চায় অরুণাভ ও তৃষা। ইতিমধ্যেই অনিকেত জানতে পারে, ব্যারেজে কিছু যান্ত্রিক গন্ডোগোলের কারণেই জল এসে পড়েছিল আচম্বিতে আর তাতেই মৃত্যু হয়েছে কিঞ্জলের। শ্যামলীর সঙ্গে আদৌ এর কোনও যোগ নেই। তারপর?

'কাবুলিওয়ালা'-র মিনি ফিরছে ছোটপর্দায়

মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র মতো দুঁদে অভিনেতার সঙ্গে দিব্যি সাবলীল অভিনয় করে গিয়েছে সে। অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। ইতিমধ্যেই 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করে ছোটপর্দার দর্শকদের মন জয় করেছে অনুমেঘা। সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি পোস্ট করা হয়েছে অনুমেঘার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা যাচ্ছে, যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)-র কোলে বসে রয়েছে অনুমেঘা। ক্যাপশানে লেখা, 'আজ থেকে আমি ধৃতি..দেখুন "হর গৌরী পাইস হোটেল"। চ্যানেলের তরফে খবর, এই ধারাবাহিকের নায়ক-নায়িকা, শঙ্কর ও ঐশানীর মেয়ের ভূমিকায় দেখা যাবে অনুমেঘাকে। তার চরিত্রের নাম ধৃতি।

বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়াতে তড়িঘড়ি কচ্ছ পৌঁছলেন আমির

মেয়ে আয়রা খান ও নুপূর শিখরের বিয়ে, রিসেপশন সমস্ত অনুষ্ঠান মিটিয়ে গুজরাতের কচ্ছে পৌঁছলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কাছের বন্ধু মহাবীর চাদের (Mahavir Chad) মেয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান তিনি। সম্প্রতি চার্টার্ড প্লেনে করে গুজরাতের কচ্ছে পৌঁছন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন অভিনেতা। কালো পোশাকে, কাঁধে ব্যাগ নিয়ে দেখা যায় তাঁকে। সেখানে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে অভিনেতা বলেন, 'খুবই দুঃখজনক একটা খবর পেয়ে আচমকাই এসেছি। আমাদের খুব কাছের বন্ধু দানা ভাই, ভূজের কাছে কোটাই গ্রামে থাকেন। 'লগান' ছবির সময়ে যখন এসেছিলাম আমরা, ১ বছর মতো ছিলাম, সেই সময় দানা ভাই আমাদের খুব সাহায্য করেছিলেন। আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। গতকাল জানতে পারলাম যে ওঁর পরিবারের বড় ক্ষতি হয়ে গিয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় ওঁর মেয়ের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখ পেয়েছি শুনে। ওঁর পরিবারের সঙ্গে তাই দেখা করতে এসেছিলাম। এই কারণেই এসেছি শুধু।' 

উদ্বোধনের পরদিনই সাধারণ ভক্তদের স্রোতে মিশলেন অনুপম খের

২২ জানুয়ারি, ২০২৪, সোমবার, মহাসমারোহে উদ্বোধন হয়ে গেল অযোধ্যায় রামমন্দিরের (Ayodhya Ram Mandir)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হাতে রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা প্রত্যক্ষ করতে গোটা দেশের অজস্র নামী ব্যক্তিত্ব আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা অনুপম খেরও (Anupam Kher)। কিন্তু ভিভিআইপি ট্রিটমেন্টে নয়, সাধারণ ভক্তদের সঙ্গে ফের একবার রামলালার দর্শন করার লোভ সামলাতে পারেননি অনুপম। ফিরে গেলেন মঙ্গলবার। পোস্ট করলেন ভিডিও। সোমবার উদ্বোধনের পর মঙ্গলবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় রামমন্দিরের দ্বার। রামলালার দর্শন করতে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গনে। এই সাধারণ মানুষের মধ্যে মিশেই, ভক্তদের সমুদ্রে ভেসেই ফের একবার ঐশ্বরিক অভিজ্ঞতা উপভোগ করতে মঙ্গলবার রামমন্দিরে পৌঁছন অভিনেতা অনুপম খের। সাধারণ পোশাক, মাথায় টুপি, তার ওপর দিয়ে গোটা মুখ ঢাকা মাফলারে। যাতে সাধারণ মানুষ চিনতে না পারেন। 

কবে আসবে অজয় দেবগণের 'ময়দান'?

তিন বছর ধরে ঠান্ডাঘরেই ছিল ছবিটি। কথা ছিল ২০২৩ সালের ২৩ জুন মুক্তি পাবে ছবিটি, কিন্তু তা হয়নি। ফের পিছিয়ে যায় মুক্তির দিন। অবশেষে ২০২৪ সালের ইদে মুক্তি পেতে চলেছে 'ময়দান' (Maidaan)। আর ২৩ জানুয়ারি সেই ছবিরই নতুন একটি পোস্টার প্রকাশ্যে আসে। নজর কাড়ে পোস্টারের ব্যাকগ্রাউন্ডে কলকাতার ট্রাম। পায়ে ফুটবল নিয়ে অজয় দেবগণকে (Ajay Devgn) দেখা গেল এক নতুন লুকে। এদিন নিজের সমাজমাধ্যমে ছবির এই নতুন পোস্টার পোস্ট করে অজয় দেবগণ (Ajay Devgn) লেখেন, 'বহু প্রতীক্ষিত এই ছবিটি বিশ্বজুড়ে এবার মুক্তি পেতে চলেছে। ক্যালেন্ডারে মার্ক করে রাখুন এই বছরই ইদে ময়দানে নামব। গর্বের সঙ্গে দেখার জন্য অপেক্ষায় থাকুন। একটা অনুপ্রেরণার গল্প বলবে এই ছবি।' ছবির পোস্টারে নজর কাড়ে কলকাতার পুরনো ট্রামের ছবি। এ প্রসঙ্গে উল্লেখ্য কলকাতাতেও ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছে। ফলে ছবির কাহিনিতেও যে কলকাতার ছাপ থাকবে, একথা ধরে নেওয়া যায়।

আরও পড়ুন: Ankita Lokhande on SSR: বারবার কেন উঠে আসে সুশান্তের নাম? 'বিগ বস ১৭'-এর মঞ্চ থেকে কী বললেন অঙ্কিতা?

ফের অঙ্কিতার মুখে সুশান্ত সিংহ রাজপুত

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই জানা যাবে 'বিগ বস ১৭'-এর বিজয়ীর নাম। তার আগে বিগ বসের বাড়িতে শেষ ৬ প্রতিযোগীকে নিয়ে আয়োজিত হয় এক প্রেস কনফারেন্সের। এই সেশনের সময় মিডিয়ার তরফে 'পবিত্র রিশতা' অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে বারবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের নাম কি তিনি খেলার স্ট্র্যাটেজি হিসেবে নিয়ে আসেন? অভিনেত্রী বলেন, 'আমি সবসময়েই সুশান্তের ব্যাপারে ভাল কথাই বলেছি কারণ আমার মনে হয়েছে যদি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি ওঁর সম্পর্কে কিছু ভাল কথা বলতে পারি তাহলে কেন না? ও ভাল কাজ করেছে এবং আমি সেই সম্পর্কে বলতে পারি কারণ যতটা আমি ওঁর ব্যাপারে জানি এবং আমি ওঁর সফর দেখেছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
Advertisement
ABP Premium

ভিডিও

Student Death: দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার বাঁশদ্রোণীতে, এবিপি আনন্দ'র ক্যামেরা দেখে বাধা দেওয়ার চেষ্টাRG Kar News:মহালয়ার সকালে আরজি কর মেডিক্যালে বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি। ABP Ananda LiveStudent Death: স্কুলছাত্রকে মারল পে লোডার, পুলিশকে ঘিরে বিক্ষোভ। ABP Ananda LiveRG Kar Doctors Protest: বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়ায় মহামিছিল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
RG Kar News: 'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
India vs Bangladesh Live: বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের, ব্যাটিং-বোলিংয়ে ঝোড়ো পারফরম্যান্স রোহিত ব্রিগেডের
বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের, ব্যাটিং-বোলিংয়ে ঝোড়ো পারফরম্যান্স রোহিত ব্রিগেডের
Kakdwip Accident: গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০
গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০
Pune Helicopter Crash: পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩
পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩
Embed widget