Shammi Kapoor Birthday: শাম্মি কপূরই বদলে দিয়েছিলেন বলিউডকে, বলছেন নাসিরুদ্দিন শাহ থেকে আমির খান
নিজের অসামান্য অভিনয় দক্ষতা, অফুরন্ত প্রাণশক্তি আর এদেশের নায়কদের যাবতীয় ট্রেন্ড ভেঙে চুরমার করে দিয়ে তিনি নিজের নাচের দোলায় দুলিয়ে দিয়েছিলেন আপামর ভারতবাসীকে।
মুম্বই : আজ ২১ অক্টোবর। জন্মদিন প্রয়াত অভিনেতা শাম্মি কপূরের (Shammi Kapoor)। বলিউডে তাঁর আত্মপ্রকাশ হয়েছিল এই ভাবে- তাঁর বাবার নাম পৃথ্বিরাজ কপূর। দুই দাদার নাম রাজ কপূর ও শশী কপূর। এমন যাঁর প্রোফাইল, তাঁকে পর্দায় কি আর দমিয়ে রাখা যায়? গিয়েছিল। কারণ, শাম্মি কপূরের প্রথম সফল ছবির নাম 'তুমসা নেহি দেখা'। এই ছবির আগে অন্তত আঠেরোটা ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল তাঁর। কিন্তু তারপর নিজের অসামান্য অভিনয় দক্ষতা, অফুরন্ত প্রাণশক্তি আর এদেশের নায়কদের যাবতীয় ট্রেন্ড ভেঙে চুরমার করে দিয়ে তিনি নিজের নাচের দোলায় দুলিয়ে দিয়েছিলেন আপামর ভারতবাসীকে।
আজ প্রয়াত শাম্মি কপূরের জন্মদিনে তিনি কত বড় অভিনেতা ব্যাখ্যা করেছেন বলিউডের আর এক কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বলেছেন, 'যখনই আমাকে কেউ জিজ্ঞাসা করে, আপনার প্রিয় অভিনেতা কে? আমি বলি শাম্মি কপূর এবং দারা সিংহ। অনেকেই ভাবেন, আমি হয়তো বলরাজ সহানি এবং দিলীপ কুমারের নাম বলব। কিন্তু ওঁরা দুজন খুবই ভালো অভিনেতা, তা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। কিন্তু শাম্মি কপূর সেই মানুষটা, যিনি বলিউডের গানের দৃশ্য বদলে দিয়েছিলেন। শাম্মি কপূর আসার আগে বলিউডে একরকমভাবে গানের শ্যুটিং করা হত। কিন্তু শাম্মি কপূর আসার পর থেকে সবাই ভাবল তাঁর মতো করে কিছু করতে।'
অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাও শাম্মি কপূরের স্মরণে দাবি তুলেছেন, 'শাম্মি কপূরকে আমাদের দেশের এলভিস প্রিসলে বলা হোক। নিজের সময়ের সমস্ত অভিনেতাদের থেকে অভিনয় দক্ষতাতেই অনেক এগিয়ে ছিলেন শাম্মি কপূর। আর তাঁর নাচের কথা বলতে গেলে তো কথাই শেষ হবে না।' সোনাক্ষী সিনহার বাবা যখন এভাবে কথা বলছেন, তখন বলিউডের আর একজন কিংবদন্তি আমির খানের দাবি এরকম - 'শাম্মি কপূর ভারতের এলভিস প্রিসলে নন। বরং বলা ভালো এলভিস প্রিসলেই আমেরিকার শাম্মি কপূর।'
আরও পড়ুন - Yohani Bollywood Debut: 'মানিকে মাগে হিথে'-র হিন্দি ভার্সন নিয়ে বলিউডে ডেবিউ করছেন ইওহানি
আজ এই পৃথিবীতে নেই শাম্মি কপূরের ভাইপো ঋষি কপূরও। কিন্তু বেঁচে থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকতেন ঋষি। একবার নিজের কাকা শাম্মি কপূর সম্পর্কে লিখেছিলেন, 'শাম্মি কপূরের মতো তারকা আমাদের দেশে আর একজনও ছিল না।' বোঝাই যায়, কাকাকে কতটা শ্রদ্ধা করতেন ঋষি কপূর। বাবা যখন শাম্মি কপূর সম্পর্কে এতটা শ্রদ্ধাশীল, সেই বাবার ছেলেই রণবীর কপূরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর দাদুকে। সৌভাগ্যক্রমে রণবীর কপূরের 'রকস্টার' ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শাম্মি কপূর। সেই ঘটনার কথা মনে করে রণবীর কপূর বলেছেন, 'একদিন শ্যুটিংয়ের আগে শাম্মি কপূর বললেন তাঁর নার্ভাস লাগছে। নিজের কাজের প্রতি কতটা পারফেকশন থাকলে একজন মানুষ কয়েক দশক ইন্ডাস্ট্রিতে রাজার মতো কাটিয়েও শ্যুটিং ফ্লোরে ঢোকার আগে প্রথমবারের মতোই স্নায়ুচাপে ভোগেন। এটা তারই প্রমাণ।'
বলিউডের অন্যতম সফল পরিচালক সুভাষ ঘাই। সেই তিনিও শাম্মি কপূর সম্পর্কে বলেছেন, 'মানুষটা হিন্দি সিনেমার নায়কদের ধরনটাই বদলে দিয়েছিলেন। তাঁর আগে ছবির নায়করা কেমন যেন ম্যাড়মেড়ে থাকত। কিন্তু শাম্মি কপূর নায়কের বুকটাতে যেন প্রাণশক্তি ভরিয়ে দিলেন। সঙ্গে সে হয়ে উঠল নাচে-গানে পারদর্শী ভালো লাগার মতো এক চরিত্র। আজকের নায়ক ইমেজের উত্থানটা শাম্মি কপূরের হাত ধরেই হয়।'