Raj-Subhasree: শুভশ্রীর ছুটি কাটানোর ছবিতে নেই ইয়ালিনি, রাজ-কন্যাকে দেখতে চাওয়ার আর্জিতে ভরল কমেন্টবক্স
Raj Chakraborty and Subhasree Ganguly: ইউভান রাজ ও শুভশ্রীর প্রথম সন্তান। তাঁর জন্মের পর থেকেই, খুদের বিভিন্ন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে রাখতেন তাঁরা
কলকাতা: নির্বাচন শেষ, তাই কি পরিবারকে নিয়ে ছুটি কাটাচ্ছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)? সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় ছবি ভেসে উঠল সোশ্যাল মিডিয়ায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রাজের ছবি, সঙ্গে ইউভানও.. তবুও মন ভরল না অনুরাগীদের? কীসের জন্য অধৈর্য্য হয়ে উঠেছেন তাঁরা?
ইউভান রাজ ও শুভশ্রীর প্রথম সন্তান। তাঁর জন্মের পর থেকেই, খুদের বিভিন্ন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে রাখতেন তাঁরা। ছয় মাসের জন্মদিন থেকে শুরু করে ইউভানের প্রথম হাঁটা, কথা বলা সবকিছুই ফ্রেমবন্দি করতেন রাজ-শুভশ্রী। ভাগও করে নিতেন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে যেত সেই সমস্ত মিষ্টি মুহূর্ত। এখনও সোশ্যাল মিডিয়ায় ইউভানের টুকরো টুকরো ছবি শেয়ার করে নেন দম্পতি, তবে কম।
কিন্তু এখন কেবল ইউভান নয়, রাজ-শুভশ্রীর কোলে এসেছে একরত্তি কন্যাসন্তান, ইয়ালিনি। তার ক্ষেত্রে এক্কেবারে অন্য পন্থা নিয়েছেন এই তারকা দম্পতি। জন্মের কয়েক মাস হয়ে গেলেও, এখনও সোশ্যাল মিডিয়ায় খুদের ছবি ভাগ করে নেননি শুভশ্রী বা রাজ কেউই। ইয়ালিনির হাত বা পায়ের ঝলক শেয়ার করলেও, সবসময় ইচ্ছা করেই ঢেকে রেখেছেন ইয়ালিনির মুখ। বলিউডে অবশ্য এই প্রচলন রয়েছে। সন্তান জন্মের পরেই তার ছবি প্রকাশ্যে আনতে চান না অনেক তারকা দম্পতি। আর টলিউডে সেই একই পথে হেঁটেছেন রাজ-শুভশ্রী। এখনও পর্যন্ত ইয়ালিনির মুখ আড়ালেই রেখেছেন তাঁরা।
তবে আজ যে ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী, সেখানে রাজ ও ইউভান থাকলেও নেই ইয়ালিনি। আর সেই কারণেই কমেন্টবক্স ভরেছে ইয়ালিনিকে নিয়ে বিভিন্ন প্রশ্নে, অনেকে লিখেছেন, 'মা সরস্বতীকে কবে দেখতে পাব'? অনেকে আবার লিখেছেন, 'কেন আপনারা ইয়ালিনির ছবি আড়াল করে রাখছেন আমাদের থেকে?' অনেকে আবার লিখেছেন, 'আমাদের এত অপেক্ষা করানোর অর্থ কী'? অর্থাৎ, নেটিজেনরা আগ্রহী একরত্তি ইয়ালিনির এক ঝলকের জন্য। তবে কবে সেই ছবি প্রকাশ করবেন রাজ-শুভশ্রী, তা একমাত্র জানেন তাঁরাই।
View this post on Instagram
আরও পড়ুন: Mimi Chakraborty: নির্বাচনের উত্তেজনা থেকে অনেক দূরে... সবুজের মাঝে পরিবারের সঙ্গে অবসরযাপন মিমির
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।