Urvashi Rautela: উর্বশীর গলার বহু চর্চিত সরীসৃপ নেকলেস নকল! দাবি গয়না বিশেষজ্ঞের
Urvashi Rautela's Neckpiece: অনুষ্ঠানের প্রথমদিনে নজর কেড়েছিল উর্বশী রাউতেলার গলার নেকলেস। তার ডিজাইন ছিল, একে অপরকে কামড়ে ধরে রয়েছে দুটি সরীসৃপ
মুম্বই: ২০২৩ সালের কানের রেড কার্পেটে প্রথমবার পা রেখেছেন একাধিক ভারতীয় নায়িকারা। সারা আলি খান (Sara Ali Khan), মানুসী চিল্লার (Manushi Chillar), এশা গুপ্তা (Esha Gupta), উর্বশী রাউতেলা (Urvashi Rautela)- এঁরা প্রত্যেকেই মাতিয়েছেন কানের রেড কার্পেট। অনুষ্ঠানের প্রথমদিনে নজর কেড়েছিল উর্বশী রাউতেলার গলার নেকলেস। তার ডিজাইন ছিল, একে অপরকে কামড়ে ধরে রয়েছে দুটি সরীসৃপ। তবে সম্প্রতি এক গয়না বিশেষজ্ঞ দাবি করেছেন, উর্বশীর গলায় যে কার্টিয়ারের নেকপিস দেখা গিয়েছিল, সেটি মোটেই আসল নয়।
কান উৎসবের দিন উর্বশীর ছবি প্রকাশ্যে আসতেই চর্চায় এসেছিল তাঁর গলার হার। সোশ্যাল মিডিয়ায় অবশ্য যথেষ্ট ট্রোলিং হয়েছে সেই হার নিয়ে। গোলাপি লেয়ারর্ড অফ শোলডার গাউনে উর্বশীর সাজের সেরা আকর্ষণ ছিল ওই হারই। তবে এবার, অরূন্ধুতি দে শেঠ নামে এক গয়না বিশেষজ্ঞ দাবি করেন, উর্বশীর গলার ওই হার নকল।
প্রমাণ হিসেবে, বহুচর্চিত এই কার্টিয়ার নেকলেসের একটি ছবিও দেন ওই বিশেষজ্ঞ। তাঁর দাবি, সেটাই নাকি আসল নেকলেস। শুধু নেকলেস নয়, তার সঙ্গে সেট হিসেবে রয়েছে হাতের ব্যাঙ্গল ও কানের দুল, আংটিও। উর্বশীর কানের দুল অবশ্য ছিল আলাদা ধাঁচের। ওই বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, কে এই ধরনের নকল গয়না বানিয়েছে?
একটি অফ শোলডার ফ্লোরাল রাফেলস গাউন বেছেছিলেন উর্বশী। গোলাপি গাউনে যেন ঝরে পড়ছে নায়িকার উষ্ণতা। কিন্তু তাঁর পোশাকের মধ্যে সবচেয়ে বেশি যেটা নজর কাড়ল, সেটা তাঁর গলার কার্টিয়ার নেকপিস। তাঁর গলার নেকপিসের ডিজাইন ছিল, দুটি সরীসৃপ একে অপরের গলা কামড়ে ধরে রয়েছে। টপ নট বানে আরও যেন স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল তাঁর এই গান। অপূর্ব সুন্দর গাউন পরলেও নিঃসন্দেহে তাঁর নেকপিসই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।
আর কানের দ্বিতীয় দিনের জন্য উর্বশী রাউতেলা বেছে নিলেন কমলা হল্টারনেক গাউন। তাঁর গাউনে ছিল বিভিন্ন রঙের বিটসের কাজ। নেটের অনেক লেয়ারের দুর্দান্ত দেখিয়েছিল তাঁকে। মাঝখানে সিঁথি করে বান বেঁধেছিলেন তিনি। তবে উর্বশী রেড কার্পেটে নামতে হয় আরেক বিপত্তি। পাপারাৎজিরা উর্বশীকে গুলিয়ে ফেলে ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)-এর সঙ্গে। তাঁকে সেই নামে ডেকেও ফেলেন। তবে উর্বশী তাতে ফিরিয়ে দেন হাসিই। তিনি বোঝেন বিদেশী পাপারাৎজিরা প্রত্যেকের পরিচিতি নিয়ে অবগত নন। তবে এই ভিডিও প্রকাশ্যে আসতে চটেছেন ঐশ্বর্য্য অনুরাগীরা।
আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?
আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা