Covid JN.1 Variant: অস্থির লাগছে, ঘুম হচ্ছে না ? নতুন করে কোভিড নয় তো
Covid JN.1 Symptoms: এখনও পর্যন্ত করোনার উপসর্গের মধ্যে ধরা পড়েছে জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসযন্ত্রের সংক্রমণ ইত্যাদি। তবে এর সঙ্গে জুড়ে গিয়েছে নতুন দুটি উপসর্গ- উদ্বেগ এবং অনিদ্রা।
কলকাতা: গত বছরের শেষের দিকেই ফের লাগামছাড়া বেড়ে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৬৯২ জন যারা মধ্যে মারা গিয়েছিলেন ৬ জন। দেশের সামগ্রিক করোনা আক্রান্তের যা ছবি তা উদ্বেগের কারণ হতেই পারে। এরই মধ্যে খোঁজ মিলেছে করোনার একটি নতুন সাব ভ্যারিয়ান্টের। JN.1 এই সাব ভ্যারিয়্যান্ট নিয়ে গবেষণা চলছে। সম্প্রতি ইউনাইটেড কিংডমের স্বাস্থ্য মন্ত্রকের এক গবেষণাতে জানা গিয়েছে, এই সাব ভ্যারিয়ান্টে (Covid JN.1 Variant) আক্রান্তদের মধ্যে উদ্বেগ এবং ঘুম না হওয়ার লক্ষণ দেখা গিয়েছে।
JN.1 ভ্যারিয়্যান্ট আসলে কী ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দ্রুত সংক্রামক বৈশিষ্ট্যের কারণে এই ভ্যারিয়্যান্টকে ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট (Variant of Interest) হিসেবে ঘোষণা করেছে। B.A 2.86 ভ্যারিয়্যান্টের একটি প্রজন্ম বলা চলে এই JN.1 ভ্যারিয়্যান্টকে। কিন্তু তার তুলনায় এই সাব ভ্যারিয়্যান্টের স্পাইক প্রোটিনে L455S নিউটেশন বেশিমাত্রায় আছে যার কারণে এটি খুব দ্রুত হারে সংক্রামিত হতে পারে।
নতুন কী উপসর্গ দেখা গিয়েছে ?
এখনও পর্যন্ত করোনার (Covid JN.1 Variant) উপসর্গের মধ্যে ধরা পড়েছে জ্বর, কাশি, গলা ব্যথা, গায়ে-হাতে ব্যথা, শ্বাসযন্ত্রের সংক্রমণ ইত্যাদি। তবে এর সঙ্গে জুড়ে গিয়েছে নতুন দুটি উপসর্গ- উদ্বেগ এবং অনিদ্রা। সম্প্রতি গত ডিসেম্বর মাসেই ইউনাইটেড কিংডমের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের পক্ষ থেকে সমীক্ষায় উঠে এসেছে এই নতুন উপসর্গের হদিশ। গত বছর নভেম্বর মাসের শুরুর দিক থেকে করোনা আক্রান্তদের মধ্যে ১০ শতাংশ মানুষই জানিয়েছেন যে তাঁদের উদ্বেগ, অতিরিক্ত চিন্তার মত সমস্যা দেখা দিয়েছে।
করোনা আক্রান্তের হার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে গত কয়েকমাসে সারা বিশ্বে করোনার এই নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হওয়ার হার বেড়ে গিয়েছে প্রায় ৫২ শতাংশ। সেখানে ইতিমধ্যেই ভারতে গত ২৪ ঘণ্টার মধ্যে ৫৭৩টি নতুন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে এবং তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।
JN.1 ভ্যারিয়্যান্টের সংক্রমণ
ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৫৬৫ জন। সেখানে এই নতুন সাব ভ্যারিয়্যান্টে আক্রান্ত মাত্র ১৯৭ জন। ভারতের মোট ১১টি রাজ্যে এই ভ্যারিয়্যান্টের (Covid JN.1 Variant) সংক্রমণের খোঁজ মিলেছে যার মধ্যে রয়েছে কেরালা, তামিলনাড়ু, গোয়া, গুজরাত, ওড়িশা, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, দিল্লি ইত্যাদি।
আরও পড়ুন: Covid 19:রক্তচাপ বাড়াচ্ছে JN.1 সাব ভ্যারিয়্যান্ট, শেষ ২৪ ঘণ্টায় দেশে ফের করোনা আক্রান্ত ৬৯২ জন
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )