Ram Setu: অক্ষয় কুমারের অভিনয় যথাযথ হলেও চিত্রনাট্যের খামতি থেকে গেল 'রামসেতু'-তে
Ram Setu Review: ভারতে রামকে নিয়ে যে আবেগ রয়েছে, সেখানে 'রামসেতু'-কে নিয়ে কোনও গল্প হবে আর সেটা নিয়ে চর্চা হবে না তা হতেই পারে না। অক্ষয় কুমারের 'রাম সেতু'-ও তেমনই একটি ছবি।
অভিষেক শর্মা
অক্ষয় কুমার, সত্যদেব, জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা
অমিত ভাটিয়া, মুম্বই: পরিচালক আগেই ঘোষণা করেছিলেন, এই ছবি সপরিবারে দেখার মতো। কমেডির মোড়কে ইতিহাসের গল্প বলল 'রামসেতু' (Ram Setu)। একটি ছবির মধ্যে দিয়ে সাংস্কৃতিক, ধর্মীয়, সামাজিক-রাজনৈতিক বিশ্বাসের ওপর ভর করে বক্সঅফিসে ব্যবসা করতে চেয়েছে রামসেতু। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), নুসরত ভারুচা (Nushrratt Bharuccha) অভিনীত এই সিনেমা অ্যাকশন অ্যাডভেঞ্চার ও কমেডির মোড়কে 'রামসেতু'-র গল্প ইতিহাস আর পুরাণের মিশেলের গল্প বলবে।
ভারতে রামকে নিয়ে যে আবেগ রয়েছে, সেখানে 'রামসেতু'-কে নিয়ে কোনও গল্প হবে আর সেটা নিয়ে চর্চা হবে না তা হতেই পারে না। অক্ষয় কুমারের 'রাম সেতু'-ও তেমনই একটি ছবি। কিন্তু শুধু রামের ভাবাবেগ কী বক্সঅফিসে সাফল্য এনে দিতে পারবে এই ছবিকে?
এই ছবির সবচেয়ে ইতিবাচক দিক হল এই ছবির সঙ্গে রামের নাম জড়িয়ে রয়েছে। আর ছবির সবচেয়ে নেতিবাচক দিক হল এই ছবির গল্প। পরিচালক অভিষেক শর্মার থেকে যথেষ্ট প্রত্যাশা ছিল দর্শকের। কিন্তু এই ছবির চিত্রনাট্য নিয়ে আরও বেশি কাজ করা উচিত ছিল। ছবিটিতে যথেষ্ট তথ্য রয়েছে ঠিকই তবে কিছু কিছু জায়গায় বেশি তথ্যবহুল হওয়ার কারণে সিনেমার স্বাভাবিক গতি হারিয়েছে এই ছবি। কিছুটা তথ্যচিত্রের মতো মনে হতে পারে 'রামসেতু'। তবে ছবির গ্রাফিক্স নিয়ে বেশ কাজ করা হয়েছে।
আরও পড়ুন: Raveena Tandon Birthday: কীভাবে প্রথম ছবির কাজ পান রবিনা?
এই ছবিতে বেশ ছকভাঙা লুকে ধরা দিয়েছেন অক্ষয় কুমার। একের পর এক ছবিতে অক্ষয়ের লুক যদি আপনার একঘেয়ে লেগে থাকে, তাহলে 'রামসেতু' কিছুটা হলেও আপনাকে আনন্দ দেবে। লম্বা চুল আর গোল ফ্রেমের চশমায় অক্ষয়কে দেখিয়েছে বেশ। ছবিতে নিজের চরিত্রে যথাযথ অভিনয় করেছেন অক্ষয়। তবে চিত্রনাট্যের বাঁধুনিতে খামতি থাকায় দর্শকদের মনে তেমন দাগ কাটতে পারবে না এই ছবি।
ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ যথাযথ, কিন্তু তিনি না থাকলেও এই ছবি গল্প তেমন পরিবর্তন হত না। নুসরত ভারুচার ক্ষেত্রেও সেই একটি কথা বর্তায়। তাঁর অভিনয়ের সুযোগ ভীষণ কম এই ছবিতে । একমাত্র দক্ষিণী তারকা সত্যদেব নজর কেড়েছেন। তাঁর অভিনয়ের জায়গাও ছিল।
গল্প শুরু হয় 'রামসেতু' ভাঙার প্রচেষ্টা নিয়ে। সরকারের তরফে এই সেতু ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়। অক্ষয় কুমারের চরিত্র একজন ইতিহাসবিদের। তিনি নাস্তিক। তাঁকে দায়িত্ব দেওয়া হয় এটা প্রমাণ করার যে এই 'রামসেতু' কোনও পৌরাণিক চরিত্র বানায়নি। এই সত্য, পুরাণ ও ইতিহাসের সন্ধানেই এগিয়ে যাবে ছবির গল্প।
এই ছবিটিকে খুব ভাল বা খুব খারাপ বলা যায় না। তবে পরিবারের সঙ্গে দেখার জন্য এই ছবি ভাল। বাচ্চাদের এই ছবি দেখাতে পারেন কারণ এতে ইতিহাসের ছোঁয়া রয়েছে। একবার দেখে ফেলতেই পারেন এই ছবি।