Independence Day 2021: বীরত্বের পুরস্কার, স্বাধীনতা দিবসে ১৩৮০ পুলিশ পার্সোনেলকে পদক দেবে কেন্দ্র
কেন্দ্রীয় সরকার পুলিশ কর্মীদের একটি তালিকা প্রকাশ করেছে। বীরত্বের জন্য মোট ১ হাজার ৩৮০ পুলিশকর্মীদের পুরস্কৃত করা হবে।
নয়া দিল্লি: আজ দেশজুড়ে পালিত হবে ৭৫তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লায় অষ্টম ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। শনিবার মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পুলিশ কর্মীদের একটি তালিকা প্রকাশ করেছে। বীরত্বের জন্য মোট ১ হাজার ৩৮০ পুলিশকর্মীদের পুরস্কৃত করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণকের তরফে জানান হয়েছে প্রাপকদের বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুলিশ মেডেল (PPMG),বীরত্বের পুলিশ মেডেল (PMG), রাষ্ট্রপতির পুলিশ মেডেল ফর ডিস্টিঙ্গুইসড সার্ভিস (PPMDS) এবং পুলিশ মেডেল ফর মেরিটরিয়াস সার্ভিসেস (PMMS)-এর মতো পুরস্কার দেওয়া হবে। পদক প্রাপকদের মধ্যে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ মিলিয়ে এরাজ্যের বেশ কয়েকজন আছেন। সাহসিকতা ও কর্মদক্ষতার জন্য তাঁরা সম্মানিত হচ্ছেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই ১ টি PPMG জম্মু ও কাশ্মীর পুলিস এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স (CRPF)কে দেওয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীর অঞ্চলে তাদের সাহসিকতার জন্য প্রায় ৩৯৮ জন, বাম চরমপন্থী প্রভাবিত এলাকায় তাদের বীরত্বপূর্ণ কর্মের জন্য ১৫৫ জন এবং উত্তর-পূর্বে তাদের বীরত্বপূর্ণ কর্মের জন্য ২ জনকে সম্মানিত করা হয়েছে।
পুরস্কারপ্রাপকদের মধ্যে, ২৫৬জন জম্মু ও কাশ্মীর পুলিশ, ১৫১ জন CRPF, ২০ জন ITBP এবং ৬৭, ২৫ এবং ২০ জন যথাক্রমে ওড়িশা, মহারাষ্ট্র ও ছত্তিশগড় পুলিশের। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানান হয়েছে, "এটি সীমান্তের মুখোমুখি/সংঘর্ষ/ সীমান্ত রক্ষার দায়িত্বে ক্ষেত্রে সাহসিকতার জন্য ITBP-কে প্রদত্ত সর্বোচ্চ বীরত্ব পদক। পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছে ১৬ জুন ২০২০ গালওয়ান হামলায় কর্মরত কর্মীদের পাশাপাশি ২০২০-তে ফিঙ্গার এলাকা এবং হট স্প্রিংসে হিংসাত্মক ঘটনার মুখোমুখি সংঘর্ষে জড়িত ব্যক্তিরা।" পূর্ব লাদাখে সেনা জওয়ানদের সঙ্গে মিলে চিনা আগ্রাসন রুখে দেওয়ার পুরস্কার পাচ্ছেন আইটিবিপি-র ২০ জন। ছত্তীসগঢ়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পাওয়ার পুরস্কার পাচ্ছেন আইটিবিপি-র তিন জওয়ান। ফলে আইটিবিপি-র মোট ২৩ জন পদক পাচ্ছেন।